ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ চার জনের মনোনয়নপত্র গতকাল রবিবার দাখিল করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানাযায়, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. সিরাজুল ইসলাম সেলিম, জেলা যুবলীগের অন্যতম সদস্য মো. মাছুম বিল্লাহ, ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম নেতা মো. হিরন মোল্লা এবং ইউনিয়ন আওয়ামী লীগ নেতকা আবদুল হাকিম মোল্লা মনোনয়নপত্র দাখিল করেন।
এ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচিত হলে এ আসনটি শূণ্য হয়।