21 C
Dhaka
ফেব্রুয়ারি ১১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় বিনোদন

প্রকাশ পেল ‘এই ভালো আছি দু’জন’

নব দম্পতিদের শুরুর সময়টা অনেক মধুর থাকে। এর পর তারা নিজেদের কর্ম ব্যস্ততায় ব্যস্ত হয়ে পড়ে। ভুলে যায় নিজেদের মধুর সময়ের কথা। ঠিক সেই সময়গুলোকে মনে করিয়ে দিতে মীর ইশতিয়াকের পরিচালনায় এবং আরজীন কামালের কণ্ঠে নতুন গান ‘এই ভালো আছি দু’জন’। গানটির গীতিকার, সুরকার এবং কন্ঠ দিয়েছেন মো: আরজীন কামাল। গানের ভিডিওতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব এবং তাসফিয়া ফাইরোজ।

‘এই ভালো আছি দু’জন’ গানটির প্রসঙ্গে মো: আরজীন কামাল বলেন, ‘শ্রোতাদের নতুন কিছু উপহার দেবার চেষ্টা করেছি। সংসার ধর্ম নিয়ে অনেকের অনেক মতামত থাকে। আমি চেষ্টা করেছি সংসারের ভালোবাসার সময় গুলো গানের কথায় নিয়ে আসার। আর সেটিকে ইসতিয়াক ভাই খুব ভালো ভাবে ফুটিয়ে তুলেছেন। ও না হলে গানটির ভিডিও হতোনা। ও বাংলাদেশের প্রথম এবং একমাত্র কোন নির্মাতা যে আমার গাওয়া গানে কাজ করার আগ্রহ দেখালো। ওকে আমি সারাজীবন মনে রাখব। ধন্যবাদ ইশতিয়াক। এগিয়ে যাও। আশাকরি সবার খুব ভালো লাগবে।’

‘এই ভালো আছি দু’জন’ প্রসঙ্গে তৌসিফ মাহবুব বলেন, ‘এটা নব দম্পতির গল্প, কিছু চেনা অনুভূতি যা বার বার মন ছুঁয়ে যায়। গানটিতে কাজ করতে পেরে খুব ভালো লেগেছে। গানের লিরিক্স মাথায় রেখে দারুন একটি কাজ উপহার দিয়েছেন ইশতিয়াক ভাই।’

অভিনেত্রী তাসফিয়া ফাইরোজ বলেন, ‘এটি একটি ভিন্ন মাত্রার কাজ। সবাই চেষ্টা করেছি ভালো কিছু করার। তবে একটা কথা বলতে চাই যারা বিয়ে করেছেন,তারা গানটি দেখে নস্টালজিক হয়ে পড়বেন।’

ভিডিও প্রসঙ্গে নির্মাতা মীর ইশতিয়াক বলেন, চেষ্টা করেছি ভিন্ন কিছু করার। এটা অনেকটা নব্বই দশকের আদলে তৈরী করা। তৌসিফ মাহবুব এবং তাসফিয়া ফাইরোজ অসাধারন পারফর্ম করেছেন। আর সত্যি বলতে গানটিই অসাধারন। আরজীন কামাল ভাইকে ধন্যবাদ এত সুন্দর একটি গান আমাদের উপহার দেবার জন্য। আমি মনে করি সুন্দর একটি কাজ আমরা দর্শকদের উপহার দিতে পেরেছি।

ধ্রুবা মিউজিক স্টেশনের ব্যানারে ইউটিউবে ১৪ই জুন গানের ভিডিওটি প্রকাশ পায়।

সম্পর্কিত পোস্ট

সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

banglarmukh official

দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টকে গ্রেফতারের দায়িত্ব পেল পুলিশ

banglarmukh official

মেজর ডালিমকে নিয়ে প্রশ্ন, যে প্রতিক্রিয়া জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

banglarmukh official

নিজের জানাজার দাওয়াত দিলেন ইলিয়াস কাঞ্চন

banglarmukh official

সেই মতিউরের আরও ১২৪ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা

banglarmukh official

মেট্রোরেলের সেবায় ভ্যাট অব্যাহতি

banglarmukh official