স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
বাংলাদেশের সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট স্কাউটস অ্যাওয়ার্ড’১৮ এ মনোনিত হয়েছে চকরিয়া কোরক বিদ্যাপীঠের মেধাবী শিক্ষার্থী তাকিয়া তারান্নুম তুরিন।
তাকিয়া চকরিয়া-পেকুয়া আসনের বর্তমান সংসদ সদস্য, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ জাফর আলম এমএ ও সরকারি শিক্ষিকা হাছিনা জাফরের কন্যা।
এছাড়াও সে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিযোগিতা ও পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে।
গত ২৯ মে, বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড ২০১৮ ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফলে চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কাউট গ্রুপ থেকে ২২জন শিক্ষার্থী উওীর্ণ হয়ে সারাদেশে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছেন তাকিয়া।
ফলাফল প্রকাশিত হওয়ার পর তাকিয়ার পরিবারে আনন্দের বন্যা চলছে। তাকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম পেসবুকে বিভিন্ন স্ট্যাটাস প্রচার করছেন তার আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষী ও সহপাঠীরা।