বরিশালের বাবুগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হামলায় মুজাহার হাওলাদার (৬৫) একজন নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহত মুজাহার হাওলাদার উপজেলার কদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া এলাকার মৃত হাশেম হাওলাদারের ছেলে।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানাগেছে, স্থানীয় বাসিন্দা কালাম চাপরাশি, ফারুক চাপরাশি ও কাদের বয়াতিদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে হাবিব হাওলাদার ও মুজাহার হাওলাদারসহ তাদের স্বজনদের সাথে।
শুক্রবার (১৪ জুন) সকালে হাবিব হাওলাদারের ছেলে সজিব হাওলাদারকে একা পেয়ে কালাম চাপরাশি ও তার স্বজনরা মিলে মারধর করে। এসময় বাধা দিতে গেলে মুজাহার হাওলাদারও হামলার শিকার হন।
এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিবাকর চন্দ্র দাস জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহতের শরীরে গুরুত্বর তেমন কোন আঘাতের চিহ দেখা যায়নি। তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।