স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
বর্নীল আয়োজনের মধ্য দিয়ে অসাধারণ মনোরম পরিবেশে সবুজে ঘেরা ঘাসবনে বিডি ক্লিন বরিশালের সদস্যদের নিয়ে জ্যৈষ্ঠ মাসের ফল খাওয়ার মধ্য দিয়ে আজ ১৪ জুন শুক্রবার আয়োজন করা হয় ঈদ পুনর্মিলনী ও জ্যৈষ্ঠ উৎসব।
ছবি: শাওন অরন্য।
এখানে উপস্থিত ছিলেন মাসুদুর রহমান, বিভাগীয় সমন্বয়ক বিডি ক্লিন বরিশাল।
ছবি: শাওন অরন্য।
আরো উপস্থিত ছিলেন, বিডি ক্লিন ভোলার জেলার সদস্যগন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিডি ক্লিন বরিশালের সকল নতুন ও পুরাতন সদস্যগণ।
ছবি: শাওন অরন্য।
এই আয়োজনে সমস্ত খরচ বিডি ক্লিন বরিশালের সকল সদস্যগণ নিজেরাই বহন করে। পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন বুকে ধারন করে বিডি ক্লিন কাজ করে যাচ্ছে।
নাগরিক সচেতনার জন্য যাতে সবাই যেখানে সেখানে ময়লা না ফেলে ডাস্টবিন ব্যবহারে উদ্ভুত হয়।
ছবি: শাওন অরন্য।
আজ সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষে বিডি ক্লিন কাজ করছে মাঠ পর্যায়ে সারা বাংলাদেশ ব্যাপী। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে ৬০ টিরও বেশি জেলায় নিরলস কাজ করছে বিডি ক্লিন।