বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করতে আগ্রহী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রির ৪র্থ দিন বুধবার (২০ জুন) তিনি মনোনয়ন সংগ্রহ করেন। দুপুরে দপ্তর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপের কাছ থেকে বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড: তালুকদার মো: ইউনুস, বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্য়াড: গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সহ- সভাপতি এ্যাড: আফজালুল করীম,সাইদুর রহমান রিন্টু, সাধারন সম্পাদক এ্যাড: একেএম জাহাঙ্গীর সহ নেতৃবৃন্দ।
আগামী ২১ জুন পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি করবে আওয়ামী লীগ। এরপর ২২ জুন দলের স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কিত বোর্ড প্রার্থী ঠিক করবে। মনোনয়ন ফরমের দাম ঠিক করা হয়েছে ২৫ হাজার টাকা।