28 C
Dhaka
এপ্রিল ১৯, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
গণমাধ্যম জেলার সংবাদ প্রচ্ছদ বরিশাল রাজণীতি

বিসিসি মেয়র সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগ ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:

বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগ ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালন করা হয়েছে।

সূর্যোদয়ের সাথে সাথে বরিশাল নগরীর সোহেল চত্বরের আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম শুরু হয়।

সকাল ৮ টা ৩০ মিনিটের সময় দলীয় কার্যালয় চত্বরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা জানান, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস,বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারন সম্পাদক অ্যাডডভোকেট একেএম জাহাঙ্গীর।

পর্যায়ক্রমে বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগ ও অংগ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জাতির পিতার প্রতিকৃতিতে পূস্পার্ঘ্য অর্পন করে বিনম্র শ্রদ্ধা জানায়।

এরপর সকাল ৯ টায় দেশের ন্যায় বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত কন্ঠে জাতীয় সংগীতে অংশ গ্রহন করেন কয়েক হাজার নেতা-কর্মী।

এরপর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলুন-ফেস্টুন উড়িয়ে র‌্যালীর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও জেলা আওয়ামীলীগ সম্পাদক, সাবেক এমপি তালুকদার মোঃ ইউনুস।

এরপর বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এর নেতৃত্বে র‍্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিক করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

এসময় বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সকল নেতা কর্মীদের সাথে কুশালাদি বিনিময় করেন।

সম্পর্কিত পোস্ট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official