দক্ষিণাঞ্চলে সাংবাদিকতার নক্ষত্র প্রয়াত লিটন বাশারের ২য় মৃত্যুবার্ষীকি। ২০১৭ সালের আজকের এই দিনে (২৭ জুন) হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৬ বছর বয়সে পারি জমান না ফেরার দেশে।
তিনি শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব ও বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধানের দায়িত্ব পালন করেছেন। তার হাত ধরে বরিশালে প্রতিবাদী সাংবাদিকতার যাত্রা শুরু করে।
কর্মজীবনে সংবাদ প্রকাশের জন্য দেশব্যাপী আলোচিত ছিলেন লিটন বাশার।তার সম্পাদনায় বরিশালে সর্বশেষ সংযোজন হয় দৈনিক দখিনের মুখ নামের পত্রিকাটি।
সাংবাদিকতার আইকন লিটন বাশার ২০১৭ সালে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে বরিশাল সদর উপজেলার চরমোনাই বুখাই নগরে গ্রামের বাড়িতে যান। সেখানে অবস্থানকালে ঈদের দ্বিতীয় দিন সকালে হঠাৎ অসুস্থ হয়ে পরেন। অসুস্থ্য লিটন বাশারকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে বরিশালের মিডিয়া অঙ্গণ হারায় একজন আপোসহীন অভিভাবক।
২০১৭ সালের ২৭ জুন বাদ যোহর বরিশাল নগরীর সদর রোডস্থ বায়তুল মোকাররম মসজিদের সামনে প্রথম ও পরে চরমোনাই এলাকার নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। পরে সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি সংসদের পক্ষ থেকে তাকে (মরণোত্তর) সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি পদক প্রদান করা হয়।