গত ১০ই মার্চ,রোজ মঙ্গল বার একটি মানসিক রোগী হারানো গিয়েছে । লোকটির নাম কাজী মোঃ ইউসুফ । বয়সঃ ৪৫ বছর,উচ্চতা ৫” ৬’ইঞ্চি,গাঁয়ের রং শ্যামলা,।লোকটি কাউকে কিছু না বলে বাসা থেকে চলে যায়। যদি কোন সহৃদয়বান ব্যাক্তি লোকটির সন্ধান পেয়ে থাকেন তাহলে। উক্ত নম্বরে যোগাযোগ করবেন। অথবা নিকটস্ত থানায় যোগাযোগ করবেন। মোবাইলঃ০১৮১৩৩-৬০৫১৪ মাতাঃসালেহা বেগম, পিতাঃআব্দুল বাতেন, ঠিকানাঃ গ্রাম কাছিয়া পাড় ৩ নং ওয়ার্ড সামদের বাড়ী, সন্দীপ চট্টগ্রাম।