২০২৪ সালে চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি হিসেবে সরঞ্জাম পাঠানো হবে বলে জানিয়েছে নাসা। আগে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ছিল ২০২৮ সালে চাঁদে মানুষ পাঠানো। যুক্তরাষ্ট্র ১৯৭০-এর পর এই প্রথম আবারও চন্দ্রপৃষ্ঠে তাদের সরঞ্জাম পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেছে। ২০২০ এবং ২০২১ সালে এসব যন্ত্র চাঁদে পাঠানো হবে
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থাটি মারিন প্রতিষ্ঠান অ্যাস্ট্রোবেটিক, ইনটুইটিভ মেশিনস এবং অরবিট বিয়ন্ডকে এসব যন্ত্র পাঠানোর দায়িত্ব দিয়েছে। এই প্রকল্পের নাম হয়েছে রাখা আরটেমিস।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চাঁদে আবারও মানুষ পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করে ২০২৪ সালে এগিয়ে আনেন। প্রতিটি প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন ধরনের চন্দ্রযান তৈরি করবে। এর মধ্যে একটি হবে লম্বা এবং অন্য দুটি হবে কিছুটা ছোট আকৃতির।
এসব চন্দ্রযান মোট ২৩টি ধাপে নাসার সরঞ্জাম চাঁদে পৌঁছে দিবে। এগুলোর মধ্যে নভোচারিদের চাঁদে অবতরণ, ঘুরে বেড়ানো ও সুরক্ষা বিষয়ক তথ্য সংগ্রহ করার যন্ত্রও থাকবে।