বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন, ‘আমি মানুষের জন্য কাজ করতে চাই। আশা করি বরিশালবাসীকে আমার সর্বত্মক চেষ্টা দিয়ে সেবা করবো। আমি চেষ্টা করবো এখানে বরিশালবাসী যাতে করে শান্তিতে থাকতে পারে।
গতকাল রোববার রাতে নির্বাচন পরবর্তী সুধীজন, শুভাকাক্সক্ষী, বিভিন্ন সংগঠন ও নাগরিকদ সমাজের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। নগরীর সদর রোডে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় তিনি আরও বলেন, ‘নগরী এবং নগরবাসীর অনেক সমস্যা আছে। আমি আগেও বলেছি, সেগুলো চিহ্নিত করে সমাধানের সর্বাত্মক চেষ্টা করবো। আমি নগর উন্নয়নে যে প্রতিশ্রুতি বা নির্বাচনী ইশতেহারে যা বলেছি সেগুলোর প্রত্যেকটাই বাস্তবায়ন করবো। বরিশাল নগরীকে একটি নতুন বরিশাল হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো।
এসময় তিনি বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করায় সুধীজন, শুভাকাঙ্খী এবং নাগরিক সমাজসহ নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত।
শুভেচ্ছা বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আওয়ামী লীগ নেতা কেবিএস আহমেদ কবির, লস্কর নুরুল হক, জেলা শ্রমিকলীগের সভাপতি শাহজাহান হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।