এপ্রিল ২৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ রাজণীতি

আ. লীগের মাঠ গরম, বিএনপি চুপ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে পুরোনোদের সঙ্গে নতুনদের দ্বন্দ্ব শুরু হয়েছে। মনোনয়নপ্রত্যাশীদের ছবিসহ ব্যানার, ফেস্টুন ও পোস্টার বাসাবাড়ির দেয়ালসহ বিভিন্ন হাটবাজার, সড়কের দুই পাশে ও গাছে শোভা পাচ্ছে।

প্রধান দুই দলের মধ্যে শুধু আওয়ামী লীগ থেকেই মনোনয়নপ্রত্যাশী ডজনখানেক। তাঁদের মধ্যে আবার নতুন মুখ চারজন। তবে বিএনপি ও আওয়ামী লীগ দুই দলেরই প্রার্থী বাছাইয়ে চমক থাকতে পারে বলে মনে করছেন স্থানীয় নেতারা।

নির্বাচনের ফল বিশ্লেষণ করে দেখা যায়, সাধারণত এ আসনে যে দলের প্রতিনিধি জয়লাভ করেন, সেই দলই ক্ষমতায় বসেছে। তবে জিয়াউর রহমান এবং এইচ এম এরশাদের আমলে একবার করে এর ব্যতিক্রম ঘটেছে। ১৯৭৯ ও ১৯৮৬ সালের নির্বাচনে বিরোধী দলের প্রার্থী হিসেবে আওয়ামী লীগের প্রয়াত জালাল উদ্দিন তালুকদার বিপুল ভোটে জয়ী হয়েছিলেন।’ ৯৬ সালে তিনি আবারও জয়ী হন।’ ৮৮ সালে জাতীয় পার্টি থেকে গোলাম রব্বানী, ’ ৯১ ও ২০০১ সালে বিএনপি থেকে আবদুল করিম আব্বাসী, ২০০৮ সালে আওয়ামী লীগ থেকে মোশতাক আহমেদ রুহী জয়ী হন।

আওয়ামী লীগে অনেক প্রার্থী
বর্তমান সাংসদ কৃষক লীগের কেন্দ্রীয় সহসভাপতি ছবি বিশ্বাস। তাঁকে অনেকে সজ্জন ব্যক্তি হিসেবেই জানেন। তবে অভিযোগ রয়েছে, তাঁর কিছু আত্মীয়স্বজন ও কয়েকজন অনুসারীর বিভিন্ন কাজ তাঁকে বিতর্কের মুখে ঠেলে দিয়েছে। তাঁর এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও নতুন করে কিছু গ্রামীণ সড়ক হলেও জেলার সঙ্গে একমাত্র কলমাকান্দা-ঠাকুরাকোনা ২১ কিলোমিটার সড়কটি এখন রীতিমতো মরণফাঁদে পরিণত হয়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ২৫ হাজার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করে। ছবি বিশ্বাস বলেন, ‘আত্মীয়স্বজনকে আমি প্রশ্রয় দিই না। এলাকার বিদ্যুৎ, রাস্তাঘাট, স্কুল-কলেজ সরকারীকরণসহ অনেক উন্নয়নমূলক কাজ করেছি।’

এ আসনে তিনবারের নির্বাচিত সাংসদ মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদার ২০১২ সালে গুলিবিদ্ধ হয়ে মারা যান। মৃত্যুর পর গত দশম সংসদ নির্বাচনে তাঁর ছেলে শাহ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করে পরাজিত হন। তিনি এবার মনোনয়ন পাবেন বলে আশাবাদী।

সাবেক সাংসদ ও আনন্দ মোহন কলেজের সাবেক ভিপি মোশতাক আহমেদও দলের মনোনয়নবঞ্চিত হয়ে গত দশম জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করে পরাজিত হন। আওয়ামী লীগের মনোনয়ন পাবেন বলে তিনিও আশায় আছেন।

এ ছাড়া প্রবীণদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য রেমন্ড আরেং, কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. ফকরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আবদুল খালেক তালুকদারও মনোনয়নপ্রত্যাশী।

আর নতুনদের মধ্যে সক্রিয় আছেন কলমাকান্দার কৈলাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সুলতান আহম্মদের ছেলে সাবেক ছাত্রনেতা শিল্পপতি আতাউর রহমান। তিনি উঠোন বৈঠক থেকে শুরু করে সভা-সমাবেশ করছেন।

নতুন মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আরও আছেন জেলা আওয়ামী লীগের সদস্য জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার। মনোনয়নপ্রত্যাশীদের বেশির ভাগই গণসংযোগে অংশ নিয়ে মাঠ গরম করে ফেলেছেন।

বিএনপি নিষ্ক্রিয়
দলীয় ও সাংগঠনিক কর্মকাণ্ড থেকে শুরু করে এ আসনে বিএনপি এখন অনেকটাই নিষ্ক্রিয়। ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের পর থেকে নেতা-কর্মীদের নামে বিভিন্ন মামলা-হামলার ঘটনা ঘটেছে। উপজেলার দলীয় কয়েকটি কার্যালয় ভাঙচুরের পর বর্তমানে দুর্গাপুর উপজেলায় বিএনপির কার্যালয় নেই। কলমাকান্দারটিও বন্ধ রয়েছে কয়েক বছর।

এই দলের মনোনয়নপ্রত্যাশীরা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল, জেলা বিএনপির সহসভাপতি সাবেক সাংসদ গোলাম রব্বানী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খান, বিএনপির কেন্দ্রীয় নেতা সৈয়দ মাজহারুল হক, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি এজমল হোসেন। তাঁদের মধ্যে নতুন হিসেবে পরিচিত এজমল হোসেন।

কায়সার কামাল বলেন, ‘নিরপেক্ষ নির্বাচনের পরিস্থিতি তৈরি হলে বিএনপি নির্বাচনে অংশ নেবে। আর বিএনপি নির্বাচনে অংশ নিলে আমার বিশ্বাস, দল থেকে আমাকেই মনোনয়ন দেওয়া হবে।’

জাহাঙ্গীর বলেন, ‘বিভিন্ন সময় গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আহত, নির্যাতনসহ কারাভোগ করেছি। আশা করি, দলের নীতিনির্ধারকেরা বিষয়টি দেখবেন।’

অন্যান্য দল
জাতীয় পার্টি থেকে উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক তালুকদারের ও কমিউনিস্ট পার্টি থেকে এবারও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দিবালোক সিংহের মনোনয়ন চাওয়ার কথা রয়েছে। এ ছাড়া এলডিপির জ্যেষ্ঠ সহসভাপতি বিএনপির সময়ের সাবেক হুইপ এম এ করিম আব্বাসীর মনোনয়ন চাওয়ার কথা শোনা যাচ্ছে।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official