স্টাফ রিপোর্ট :
বরিশালের গর্বিত কন্যা নাভিলা রাহমান বর্তমান প্রজন্মের বেশ পরিচিত তরুণ কন্ঠ শিল্পী। দেশে বিদেশে শ্রুতি মধুর কণ্ঠ দিয়ে মঞ্চ কাঁপাতে দেখা যায় নাভিলাকে। সম্প্রতি বাজারে এসেছে নাভিলার নতুন একটি অ্যালবাম “প্রেমের বাজার” ইতিমধ্যে বেশ কিছু মৌলিক গান দিয়ে তিনি দর্শকের মন জয় করে নিয়েছে।
দেশের প্রথম স্তরের অডিও কোম্পানি “সংগীতা” থেকে তার অ্যালবাম মুক্তি পেয়েছে। এর আগে নাভিলার “ডিজিটাল প্রেম” নামের একটি গান ইউটিউবে বেপক আলোড়ন সৃস্টি করেছে। প্রেমের বাজার গানটি নিয়ে নাভিলার সাথে কথা বলার সময় তিনি জানান আমি সব সময় আমার ভক্তদের চাহিদা অনুযায়ী তাদের গান উপহার দিয়ে থাকি। আমার ভক্তরা আমার থেকে একটু আনন্দমূলক গান আশা করে,তাই একটু ভিন্ন ধরণের গান আমি তাদের জন্য করে থাকি।
নাভিলা আরো জানান ঈদের পর তার দুটি রোমান্টিক গান বাজারে আসবে। নাভিলা বর্তমানে ঢাকা বসবাস করেন তিনি বরিশালের একটি সনামধন্য পরিবারের কন্যা। বীর মুক্তিযোদ্ধা “শহীদ মজিবুর রহমান কাঞ্চন” এর নাতনী। তার দাদা কাঞ্চন ছিলেন বরিশালের একজন সনামধন্য ব্যক্তি বরিশালের মানুষ এর প্রাণ ছিলেন “কাঞ্চন মিয়ার মত নাভিলা তার আগামী দিনগুলো ঠিক এইভাবেই দর্শকের মন জয় করে চলতে চায়। তিনি তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য বরিশাল বাসির কাছে দোয়া কামনা করেছেন।