30 C
Dhaka
এপ্রিল ১৯, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ সাক্ষাৎকার

এক স্বপ্নময় বালকের গল্প

পৃথিবীর বুকে যখন মানুষ জন্মগ্রহণ করে ,তখন শত শত স্বপ্ন নিয়ে এই পৃথিবীর বুকে আসে। যখন সে পৃথিবীর বুকে এসে নিজে কিছু বুঝতে শিখে এবং জ্ঞান অন্বেশনের জন্য বিদ্যালয় মুখী হয়,তখন থেকে সে তার স্বপ্নের জাল বিস্তীর্ণ করতে শেখে এবং স্বপ্ন পুরনের পথে হাটতে শিখে।

এরকমই একজন স্বপ্ন পুরনের পথে এগিয়ে চলা পথিক মোঃ আবু সুফিয়ান শেখ।১৮ বছর বয়সের এই ছেলেটি বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ থেকে এবার এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তারুণ্যের উদ্দীপনায় উদ্দীপ্ত এই যুবক আছমত আলী খান ( এ.কে ) ইনস্টিটিউট থেকে ২০১৬ সনে এস.এস.পরীক্ষা সম্পন্ন করেন। এই ছেলেটির ছোখে হাজারো স্বপ্ন। স্বপ্ন দেখে নিজেকে নিয়ে,নিজের পরিবারকে নিয়ে,সমাজ কে নিয়ে, দেশকে নিয়ে এবং এই পৃথিবী কে নিয়ে।

কিন্তু কি পরিচয় এই ছেলেটির?

মোঃ আবু সুফিয়ান শেখ একজন বিতার্কিক। ষষ্ঠ শ্রেণী থেকে তার বিতর্ক অঙ্গনে পথ চলা শুরু হয়। বরিশালের বিতর্ক অঙ্গনে নিজের মেধা দিয়ে মন জয় করে নিয়েছেন হাজারো বিতার্কিকদের মন। জাতীয় পর্যায়ে বিতর্কে অংশগ্রহণ করেছেন এই বিতার্কিক। তার অর্জনের ঝুলিতে রয়েছে প্রায় শতাধিক পুরষ্কার।

বরিশাল বিভাগের বারোয়ারি বিতর্কে চ্যাম্পিয়ন সহ বরিশালের বিতর্ক অঙ্গনে প্রায় শতাধিক বিতর্কে চ্যাম্পিয়ন দলের দলনেতা ছিলেন আবু সুফিয়ান।বর্তমানে ” ডিবেটার্স কমিউনিটি অফ বরিশালের ” যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।২০১৪ সালে সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উত্সবে বরিশাল জেলায় শ্রেষ্ঠ বিতর্কিক।এন .ডি.এফ বিডি বিডিএ বরিশাল বিতর্ক উত্সবে পরপর দু বার বরিশাল বিভাগে ২য় স্থান অধিকার করেন।ছিলেন একে ইন্সটিটিউট ডিবেট ক্লাবের সভাপতি।

শুধু বিতর্ক নয়। বক্তৃতায় রয়েছে তার পারদর্শিতা। একাধিক বার বরিশালের শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। জাতীয় বিদ্যুত্ সপ্তাহ উপলক্ষে জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী শ্রেষ্ঠ আঠারো জন বক্তার মধ্যে তিনি একজন।

শুধু এই অঙ্গনে কেন , শিশুদের অধিকার আদায়ের জন্য কাজ করে চলেছেন এই শিশুটি। এই অল্প বয়সে অর্জন করেছিলেন বিভিন্ন পদমর্যাদার আসন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কেন্দ্রীয় শিশু সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠি ছিলেন। সাউথ বাংলা রিজন শিশু ফোরামের সহ সভাপতি ছিলেন। বরিশাল শিশু ফোরামের সভাপতি হিসাবে কাজ করেছেন । বর্তমানে সকল শিশু এবং সমাজে বন্চিত মানুষের সাথে কাজ করার জন্য প্রতিষ্ঠা করেছেন “অবাক” নামে একটি সংগঠন। রয়েছেন আইক্যান চেইন্জ দ্যা ওয়াল্ডের সাথে।

এই ছেলেটি ছোট বেলা থেকেই কবিতা লেখার মাধ্যমে নিজেকে তুলে ধরেন। তার লেখনীতে বিভিন্ন সময়ের বিভিন্ন চিত্র তুলে আসে।

এই ছেলেটির চোখে একটি ঝলমলে স্বপ্ন রয়েছে। সে নিজেকে ডাক্তার হিসাবে দেখতে চান। তার বাবা মায়েরও স্বপ্ন যে সে  একজন ডাক্তার হয়।

তার চোখে আরো একটি বড় স্বপ্ন রয়েছে। যানেনা এই স্বপ্নটি সে পূরন করতে পারবে কি না। তার স্বপ্ন হলো ভবিষ্যতে সে জাতি সংঘের মহাসচিব হতে চায়। সমগ্র বিশ্বকে সে একটি সুতায় বাঁধতে চায়। এই পৃথিবীর বুকে কোনও যুদ্ধ,হিংসা,সংঘর্ষ সে দেখতে চায়না। সে চায় এক সুন্দর স্বপনের পৃথিবী দেখতে।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official