26 C
Dhaka
এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
করোনা রাজণীতি

করোনায় আক্রান্তের তালিকায় বাড়ছে মন্ত্রী-এমপির নাম

দেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না প্রাণঘাতী এ ভাইরাসটির প্রাদুর্ভাব। ইতোমধ্যে দেশের ১ লাখ ৫ হাজারের বেশি মানুষ এতে আক্রান্ত হয়েছেন। প্রায় ১৪শ’ মানুষের মৃত্যু হয়েছে। সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও রয়েছেন এ তালিকায়। সাবেক মন্ত্রী, বর্তমান প্রতিমন্ত্রী ও এমপিরাও বাদ যাচ্ছেন না।

সময়ের সাথে সাথে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত জনপ্রতিনিধির সংখ্যা বাড়ছে। সর্বশেষ গতকাল ১৯ জুন, শুক্রবার এই তালিকায় সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের নামও যুক্ত হয়েছে। বর্তমানে বাসায় আইসোলেশনে রয়েছেন সরকারের সাবেক এই প্রভাবশালী মন্ত্রী।

ইতোমধ্যে করোনায় আক্রান্ত হওয়ার পর মারা গেছেন চলতি সংসদের সদস্য, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। মৃত্যুর পর ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর নমুনা পরীক্ষায়ও করোনা শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হয়ে মারা গেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আলহাজ মকবুল হোসেন।

বর্তমান মন্ত্রিপরিষদের আরো তিন সদস্যের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সম্প্রতি স্ত্রীসহ করোনায় আক্রান্ত হয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এছাড়া বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিংও এতে আক্রান্ত হয়েছে।

ইতোমধ্যে সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ, সাবেক হুইপ নওগাঁ-২ আসনের এমপি শহিদুজ্জামান সরকার, রেল মন্ত্রণালয় বিষয়ক কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী, যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিত কুমার রায়, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দিন ও তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন।

জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, পরিবারের বেশ কয়েকজন সদস্যসহ চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এবং গণফোরাম দলীয় সংসদ সদস্য মোকাব্বির খানের শরীরেও এ ভাইরাস শনাক্ত হয়েছে।

অপরদিকে রাজবাড়ী-১ আসনের সংসদস্য কাজী কেরামত আলীর স্ত্রী করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন।

এদিকে করোনায় আক্রান্ত না হলেও পরিবারের সদস্য ও সহযোগী কর্মকর্তা-কর্মচারীদের কেউ করোনায় আক্রান্ত হওয়ায় সেলফ আইসোলেশনে রয়েছেন আরো বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী-এমপি। এরা হলেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, তার পুত্র বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official

চাচা ডেকে সাবেক প্রতিমন্ত্রী এনামুরকে বিয়ে করেন ফরিদা

banglarmukh official

কাদেরের কললিস্টে নায়িকা-নেত্রীদের তালিকা ভাইরাল

banglarmukh official

স্ত্রী-কন্যাসহ খায়রুজ্জামান লিটনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

banglarmukh official

আনিসুল শাজাহানসহ নতুন মামলায় গ্রেফতার ৯

banglarmukh official