বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটির অন্যতম সদস্য অসীম দেওয়ান এর আজ ২৮ শে জুন শুভ জন্মদিন আজ। তার জন্মদিনে গতকাল রাত ১২ টা ১ মিনিট এ নবনির্বাচিত সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) এর কালুশাহ সড়কের বাসভবনে জন্মদিনের কেক কাটা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক বাকসু সদস্য ও আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, বরিশাল মহানগর এর সভাপতি মো:পলাশ চৌধুরী,মহানগর ছাত্রলীগোর সাবেক যুগ্ন সম্পাদক জহিরুল ইসলাম রেজভী,মহানগর যুবলীগ সদস্য বিপ্লব,নজরুল ইসলাম,,সম্রাজ, সুজন, জুবলি,রিয়াজ ভুইয়া ও জাহিদুল ইসলাম জনি, মাহাদী, তুহিন সোহেল,শুভ, মহানগর ছাত্রলীগের বাবু,সানী, যুবায়ের সহ শতাধিক নেতাকর্মিরা অসীম দেওয়ানের জন্মদিনের এই প্রোগামে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য অসীম দেওয়ান বরিশাল মহানগর ছাত্রলীগে দীর্ঘদিন সাধারন সম্পাদক এর দ্বায়িত্ব পালন করে আসছেন। এর পর বেশ কিছুদিন বরিশালের রাজনীতিতে অনুপস্থিত ছিলেন। এরপর বরিশালে ফিরে নতুন উদ্যেগে রাজনৈতিক অঙ্গন মাতিয়েছেন। তার জন্মদিনে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, প্রসাশনিক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন।