এপ্রিল ২৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক করোনা

কোভিডে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ সুইজারল্যান্ড

কোভিড-১৯-এর জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ সুইজারল্যান্ড। ডিপ নলেজ গ্রুপ নামের একটি সংস্থা প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। হংকংয়ের উদ্যোগে ওষুধ বিশেষজ্ঞের একটি মূলধন সংস্থা এ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে ১৩০টি প্যারামিটারের ভিত্তিতে ২০০টি দেশের কোভিড-১৯-এর সুরক্ষা স্তর এবং ঝুঁকির মূল্যায়ন করা হয়েছে।

দক্ষ স্বাস্থ্য ব্যবস্থার কার্যকর কর্মসূচি, কার্যকর ব্যবস্থা, করোনাভাইরাস পর্যবেক্ষণ, শনাক্তকরণ এবং চিকিৎসার নিশ্চিতকরণসহ ৭৫২ স্কোর পেয়ে প্রতিবেদনে তালিকার শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড।

প্রতিবেদনে বলা হয়েছে, মূলত সংক্রমণের বিস্তার ও মৃত্যুর হারের ক্রমাগত হ্রাস, মূল কারণগুলোর গভীরতা অনুধাবন এবং স্বাস্থ্যকর অর্থনীতি বজায় রাখার জন্য ভালো অবস্থানে রয়েছে সুইজারল্যান্ডের র‌্যাঙ্কিং।

শীর্ষস্থান অর্জনে সুইজারল্যান্ডের অর্থনীতিও একটি বড় কারণ ছিল। প্রতিবেদনে দাবি করা হয়েছে, স্বল্প স্তরের রাষ্ট্রীয় ঋণ এবং ‘ইউরোপের প্রধান অর্থনৈতিক ও আর্থিক কেন্দ্র’ হিসেবে খ্যাতি সুইজারল্যান্ডকে মহামারির আর্থিক প্রভাবগুলোর জন্য উচ্চমার্গের অর্থনৈতিক স্থিতিস্থাপকতা দেয়।

প্রতিবেদনের আগের সংস্করণে জার্মানি দ্বিতীয় নিরাপদ দেশ হিসেবে স্থান পেয়েছিল এবং ইসরায়েল তৃতীয় ছিল। যুক্তরাজ্য ৬৮তম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান ৫৮তম।

ধীরে ধীরে লকডাউন সহজ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সুইস সরকার গত সপ্তাহে ঘোষণা করে, তারা প্রবেশের সীমাবদ্ধতা প্রত্যাহার করবে এবং সীমানা আবার খুলে দেবে। ১৫ জুন থেকে ইউরোপীয় ইউনিয়ন, ইইউ ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন (আইসল্যান্ড, লিচেনস্টেইন ও নরওয়ে) এবং যুক্তরাজ্যে থেকে জনসাধারণ সুইজারল্যান্ডে ভ্রমণ করতে পারবেন।

সম্পর্কিত পোস্ট

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official

আইসিইউ থেকে পালালেন ‘কোমা’য় থাকা রোগী, হাসপাতালের ভয়ঙ্কর জালিয়াতি ফাঁস

banglarmukh official

গাজা দখলের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে: তুরস্ক

banglarmukh official

মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্র থেকে বাংলাদেশিসহ আটক ৮০

banglarmukh official