বরিশালের গৌরনদী উপজেলার প্রত্যন্ত চন্দ্রহার গ্রামে বুধবার সকালে করোনার উপসর্গ নিয়ে নির্মল বৈদ্য (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষার জন্য দেয়া হলেও ফলাফল আসার আগেই তার মৃত্যু হয়।
সূত্র জানায়, নির্মল বৈদ্য ঢাকায় বসবাস করতেন। তিনদিন আগে বরিশাল হয়ে তিনি গ্রামের বাড়িতে যান। জ্বরসহ করোনার উপসর্গ থাকায় ১ জুন তার নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করে স্বাস্থ্যবিভাগ। কিন্তু ফলাফল জানার আগেই বুধবার সকালে তিনি মারা যান। সতর্কতার সাথে তার সতকার প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় স্বেচ্ছাসেবীরা।
গৌরনদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান জানান, নির্মল বৈদ্যর নমুনা আগেই সংগ্রহ করা হয়েছে। তবে পরীক্ষার রিপোর্ট আসেনি। তার মৃত্যুর সংবাদ পেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়েছে।