শফিক আমিন:
কৈশোরে বাবার সাথে ঈদবাজারে গিয়ে ছিলাম সেবার
বাবা বেশ টাকা নিয়ে ছিল সাথে ,আমি চাইতেই একটা রঙিন ঘোড়া কিনে দিয়ে ছিলেন
রাতে উঠানেই বেঁধে রেখে ছিলাম ঘোড়াটা ;
সকালে দেখি এমন রঙিন ঘোড়া সব ছেলেদের আছে !
বরং তাদের ঘোড়াগুলো বেশিই উজ্জ্বল,
মনে মনে নিজেকে ধিক্কার দেই, চুপসে থাকি
উঠানে দাঁড়িয়ে থাকে ঘোড়া কোনো দিন পিঠে চরা হয়নি,
ঘোড়াটা ওখানেই নিঃশেষ হয় ।
এই যে ‘ঈদ’, কেমন ‘ইদ’ হয়ে গেলো আফসোসের ঘোড়া মৃত্যুর অধিক আমার কোনও অনুভূতি নেই !