এপ্রিল ২৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
করোনা জেলার সংবাদ বরিশাল

ঝালকাঠিতে কোভিড-১৯ প্রতিরোধে রেসপন্স টীম গঠন

ঝালকাঠিতে কোভিড-১৯ প্রতিরোধে রেসপন্স টীম গঠন করেছে মুক্ত চিন্তার সামাজিক সংগঠন ৭১’র চেতনা ঝালকাঠি জেলা শাখা। রেসপন্স টীমের সদস্যরা হলেন- গোপাল চন্দ্র দে,সৈয়দা মাহফুজা মিষ্টি, গোলাম সাইদ খান, সাকিব নির্ঝর মো: মুহিত খান ,আবিয়ান হাসান, মো:জুবায়ের হোসেন খাঁন,তৌফিক রহমান হৃদয় ,আফরোজা জামান নাফিসা ,মোঃ উজ্জল রহমান ,মোঃ মেরাজ,আল নাহিয়ান রাকিব ,মারিয়া ইসলাম রিমি, মো:আকাশ,আরিফুর রহমান প্রমূখ। ৮ই জুন সকালে ৭১’র চেতনার রেসপন্সটীমের তালিকা জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়েছে। ৭১’চেতনা ঝালকাঠি জেলা শাখার সভাপতি গোপাল চন্দ্র দে বলেন, করোনাকালে সেবার হাত বাড়িয়ে দিতে আমরা এই রেসপন্সটীম গঠন করেছি। ইতিমধ্যে আমরা সকল সদস্যদেও সাথে অনলাইন মিটিং করেছি এবং বেশকিছু কার্যক্রম হাতে নিয়েছি। সংঠনটির ঝালকাঠি জেলা শাখার সাধারন সম্পাদক সৈয়দা মাহফুজা মিষ্টি জানান, জনসাধারন ও জেলা প্রশাসনের যে কোন কাজে সহযোগীতা করতেই রেসপনটীম গঠন করা হয়েছে। আমরা বেশকিছু কার্যক্রম হাতে নিয়েছি এবং তা দ্রুত বাস্তায়নের কাজ চলছে। ৭১’র চেতনার কেন্দ্রীয় সাধারন সম্পাদক শবনাম জেবীন বলেন: দেশের এই ক্রান্তিকালে ৭১’চেতনার সদস্যরা যে কোন কাজে সরকারকে সহযোগীতা করতে প্রস্তুত।ঝালকাঠিসহ বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যে রেসপন্সটীম গঠন করা হয়েছে।অন্যান্য জেলাগুলোতেও রেসপন্সটীম গঠন করার নির্দেশনা দেয়া হয়েছে এবং প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official