ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার এবং এক কমিউনিটি ক্লিনিকের কর্মিসহ নতুন করে জেলা জুড়ে আরও ৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে নলছিটি উপজেলাটিতেই রয়েছেন ৬ জন, জেলা সদরে এক জন এবং অপরজন রাজাপুর উপজেলার বাসিন্দা।
নলছিটি উপজেলায় নতুন ৬ জনের সাথে দ্বিতীয়বার পরীক্ষায় পুরাতন আরও দুজনের দেহে করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। শুক্রবার (১৯ জুন) রাতে ঝালকাঠি ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার আবুয়াল হাসান এ তথ্য জানান। তিনি আরও জানান, নলছিটি উপজেলায় স্বাস্থ্য বিভাগেই তিনজন নতুন করে করোনায় শনাক্ত হলেন।
এরমধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শিউলি পারভীন, ডাক্তার সুমাইয়া ও সিএসসিপি শফিকুল ইসলামের দেহে করোনা ভাইরাস ধরা পড়েছে। আর এ নিয়ে জেলা জুড়ে শনাক্ত সংখ্য বেড়ে দাঁড়িয়েছে ১২০ জনে। ঝালকাঠিতে গত ১১ এপ্রিল একই পরিবারের তিন জনের শরীরে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এ পর্যন্ত জেলায় মোট মহামারি এ ভাইরাসটিতে ৪ জন মারা গেছে।