আরব সাগরের তীরে ফের ইতি পড়ল আরেক সম্পর্কের। বহুদিনের প্রেমজুটি এবার জানিয়ে দিল ‘প্রেমের দ্য এন্ড’। এখন শুধুই থাকবে বন্ধুত্ব। সত্যি কি দিশা পটানি ও টাইগার শ্রফের ব্রেকআপ হলো! ভারতের একটি সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, বহু বছর ধরে প্রেম করার পর এবার নিজেদের সম্পর্ককে অলবিদা জানালেন দিশা পটানি ও টাইগার শ্রফ। খবর অনুযায়ী, প্রেম থেকে বেরিয়ে আপাতত শুধুমাত্র বন্ধু হিসেবে থাকতে চান তারা।
বলিউডের খবর অনুযায়ী, বহুদিন ধরেই টাইগার ও দিশার সম্পর্কের মধ্যে তিক্ততা ছিল। নানা কারণে ভুল বোঝাবুঝিও ছিল। আর সেই কারণেই এখন সম্পর্ক থেকে ইতি চাইছেন এই দুই অভিনেতা। তবে এই ব্রেকআপ নিয়ে নানা গুঞ্জন কানে এলেও আপাতত দিশা ও টাইগার কিছুই বলতে চাননি এই ব্রেকআপ নিয়ে।