এটা কোন কারখানা বা টেক্সটাইল মিল নয়, এটা সুশিক্ষায় মানুষ গড়ার কারখানা, এখান থেকে মানসম্মত শিক্ষা নিয়ে শিক্ষার্থীরা বড় হয়ে নিজেকে তৈরী করার পাশাপাশি দেশ ও বিদেশে শিক্ষার আলো ছড়িয়ে দিবে। তাদের জ্ঞানের আলোয় আলোকিত করবে পৃথিবী ।
আজ শনিবার ২৯ই জুন নগরীর অশ্বিনী কুমার টাউন হলে বরিশাল গ্লোবাল ইউনিভার্সিটি (জিইউবি), নবনিযুক্ত দক্ষিণ এশিয়ার সক্রেটিস খ্যাত প্রফেসর ড. আনিসুজ্জামানের যোগদানোত্তর সংবর্ধনা প্রথম পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক ও স্থানী সরকার প্রতিমন্ত্রী এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এসব কথা বলেন।
প্রধান অতিথি হিসেবে তিনি আরো বলেন, দক্ষিণাঞ্চলে অনেক মেধাবী ছাত্র-ছাত্রী রয়েছে যারা মেধাবী কিন্তু ঢাকার বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে মোটাটাকা দিয়ে উচ্চশিক্ষা নিতে পারছে না। তাই আমি নিজ উদ্যোগে তাদের স্বপ্নপূরণের কথা চিন্তা করে স্বল্প খরচে বরিশালে গড়ে তুলি বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান গ্লোবাল বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে সু-শৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য ইতিমধ্যে একটি ক্যাম্পাস তৈরী করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে। যা শীঘ্রই সম্পন্ন করা হবে।
তিনি বলেন, আজ দেশে কর্ম রয়েছে তাই কর্মজীবী মানুষর অভাব নেই। তার উদাহরণ হিসেবে দেখা যায়, ধান কাটার মৌসুমে মানুষের অভাবে কৃষকরা ধান পর্যন্ত কাটতে পারছে না।
গ্লোবাল বিশবিদ্যালয় সম্পর্কে তিনি বলেন, ট্রাস্টি বোর্ডের সদস্যরা এখান থেকে কোন অর্থ গ্রহণ করি না, আমরা চাই গ্লোবাল বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা বেড় হয়ে দেশ ও বিদেশের মাটিতে নিজেকে তুলে ধরুক।
সেই সাথে বাংলাদেশের জন্য সম্মান অর্জন বয়ে নিয়ে আসবে। এটাই আমাদের বড় চাওয়া।
এই অনুষ্ঠানে গ্লোবাল বিশ্ববিদ্যালয় শিক্ষর্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে
গ্লোবাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজ এর চেয়ারম্যান এ্যাড. সৈয়দা আরজুমান বানু নার্গিস এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এমবিএ (ইভিনিং) প্রোগ্রামের প্রাক্তণ চেয়ারম্যান ও প্রোগ্রাম পরিচালক প্রফেসর মোঃ জহির উদ্দিন আরিফ, জাতীয় কিডনি ইনস্টিটিউটের সহকারী প্রফেসর ড. নাজমুল হাসান,লালামাটিয়া মহিলা কলেজের অধ্যাক্ষ ও গ্লোবাল ইউনিভার্সিটির বোর্ড সদস্য প্রফেসর মোঃ রফিকুল ইসলাম, বরিশাল প্রেস ক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান এস. আমরিন রাখী।