এপ্রিল ২১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল সাংবাদিক বার্তা

দৈনিক আজকের বার্তা’র বার্তা সম্পাদকের দায়িত্ব নিলেন খান রুবেল

বরিশাল থেকে প্রকাশিত দেশের সর্বাধিক প্রকাশিত আঞ্চলিক দৈনিক আজকের বার্তা পত্রিকার বার্তা সম্পাদক পদে যোগদান করেছেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিএসএল নিউজ এর প্রকাশক ও প্রধান সম্পাদক খান রুবেল। গত ২৮ মে পত্রিকাটির সম্পাদক ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল তার নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন। এসময় সম্পাদক নব নিযুক্ত বার্তা সম্পাদকের সার্বিক সাফল্য কামনা করেন।

আজকের বার্তায় বার্তা সম্পাদকের দায়িত্ব নেয়া খান রুবেল দীর্ঘ ১৩ বছর বরিশালের আঞ্চলিক এবং জাতীয় একাধিক পত্রিকায় সাংবাদিকতা করেছেন। বরিশালের আঞ্চলিক পত্রিকা দৈনিক সত্য সংবাদ থেকে তার হাতেখড়ি। এরপর দৈনিক বাংলার বনে, দৈনিক দক্ষিণাঞ্চল এবং আজকের পরিবর্তনে বিভিন্ন পদে থেকে দায়িত্ব ও কর্তব্যের সাথে কাজ করেছেন।

এর মধ্যে সাংবাদিকতায় তার দীর্ঘ সময় কেটেছে দৈনিক আজকের পরিবর্তন পত্রিকায়। পত্রিকাটির তৎকালিন সম্পাদক ও প্রকাশক সৈয়দ দুলাল তাকে পত্রিকাটিতে স্টাফ রিপোর্টার পদে নিয়োগ প্রদান করেন। পরবর্তীতে পত্রিকাটির মালিকানা পরিবর্তন হলেও কর্ম দক্ষতা এবং সততার কারণে নতুন সম্পাদক তার নিয়োগ বহাল রাখেন।

এর ফলে দীর্ঘ ১০ বছরের অধিক সময় আজকের পরিবর্তনে দায়িত্ব পালন করেন। সর্বশেষ চলতি বছরের ৩১ জানুয়ারি খান রুবেল ব্যক্তিগত কারণে আজকের পরিবর্তনের চীফ রিপোর্টারের পদে থেকে স্বেচ্ছায় অব্যহতি নেন।

এছাড়াও দীর্ঘ সাংবাদিকতার জীবনে খান রুবেল জাতীয় দৈনিক আজকালের খবরের বরিশাল ব্যুরো প্রধান, খুলনার সাপ্তাহিক সেরা খবর, শিক্ষা ভিত্তিক জাতীয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক শিক্ষা, বিডি সংবাদ এবং পথিতযশা সাংবাদিক আবেদ খান সম্পাদিত দৈনিক জাগরণ এর বরিশাল প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।

এছাড়া বর্তমানে ঢাকা থেকে প্রকাশিত ইলিয়াস হোসেন পলাশ সম্পাদিত দেশের অন্যতম প্রথম সারির সাপ্তাহিক পত্রিকা সাম্প্রতিক দেশকাল এর বরিশাল প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন তিনি। এছাড়াও ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন তিনি।

এর পাশাপাশি দেশ এবং প্রবাসে জনপ্রিয়তা অর্জন করা অনলাইন নিউজ পোর্টাল বিএসএল নিউজ টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশক এবং প্রধান সম্পাদক তিনি। আজকের বার্তায় যোগদান করা খান রুবেল সকলের দোয়া এবং সহযোগিতা চেয়েছেন।

সম্পর্কিত পোস্ট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official