বরিশাল শহরের আমানতগঞ্জ এলাকায় পানির ট্যাংকির নিচে চাপা পড়ে দোলন (১২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
রোববার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। দোলন ওই এলাকার দেলোয়ারের মেয়ে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালের জরুরি বিভাগের ডা. স্বপন চক্রবর্তী জানান, শিশুটি গোসল করার সময় পানির ট্যাংকি দেয়ালসহ ধসে পড়ে। এসময় নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় সে।
তাৎক্ষণিক স্বজনেরা তাকে উদ্ধার করে ওই হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’