এপ্রিল ২৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল রাজণীতি

পরিকল্পনা নিয়ে নগরীর উন্নয়ন করাই হবে সাদিক আব্দুল্লাহর মূল লক্ষ্য

শেখ সুমন :

আগামী ত্রিশে জুলাই বরিশাল সিটিকর্পোরেশনের নির্বাচন। নির্বাচনে আওয়ামীলীগ থেকে  মনোনয়ন দেওয়া হয়েছে সেরনীয়াবাত সাদিক আব্দুল্লাহকে। নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে সেরনীয়াবাত সাদিক আব্দুল্লাহ। মনোনয়ন পাওয়ার পর থেকেই বরিশালের সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের হাওয়া বইছে।এখন সকলে অপেক্ষায় আছে ত্রিশে জুলাই নির্বাচনে সাদিক আব্দুল্লাহর জয়।

সিটি কর্পোরেশনের গত তিনটি নির্বাচনে বরিশালে দুইবার বিএনপি এবং একবার নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। তবে নির্বাচিত হওয়ার পর দৃশ্যমান উন্নয়নে দেশব্যাপী আলোচনায় ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরণ। উন্নয়নের সেই আলোচনায় আসতে পারেননি বিএনপির অপর দুই মেয়র।

সূত্রমতে, বরিশাল সিটি কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। তিনি চার বছর দায়িত্ব পালনের পর ওয়ান ইলেভেনের সময় দুর্নীতির মামলায় কারাগারে যান। নির্বাচনী ইস্তেহার অনুযায়ী তিনি উন্নয়নে ব্যর্থ হন। দ্বিতীয় নির্বাচনে বিএনপি সরাসরি অংশগ্রহণ না করলেও তাদের সমর্থন নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন শিল্পপতি এস সরফুদ্দিন আহমেদ সান্টু। তাকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন তৎকালীন মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরণ। তিনি (হিরণ) নির্বাচিত হওয়ার পর নগরীর দৃশ্যমান ব্যাপক উন্নয়ন করেন। তৃতীয় নির্বাচনে শওকত হোসেন হিরণকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন তৎকালীন জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামাল। নির্বাচনী ইস্তেহার অনুযায়ী তিনি (বর্তমান মেয়র কামাল) উন্নয়নে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ৫৬ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত বরিশাল সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের ২ লাখ ৪১ হাজার ৯৫৯ জন ভোটারের মধ্যে এক তৃতীয়াংশ ভোটার অতীতের ভুল শুধরে আগামী ৩০ জুলাই এর নির্বাচনে রাজনীতির চেয়ে উন্নয়নকে বেশি গুরুত্ব দিয়ে ভোটের মাধ্যমে মেয়র নির্বাচিত করবেন।

মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ঘোষণার পর শুক্রবার সন্ধ্যায় নগরীতে দফায় দফায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক  নিরব হোসেন টুটুল বলেন,  জনপ্রিয় মেয়র শওকত হোসেন হিরণের মৃত্যুর পর মহানগর আওয়ামী লীগের হাল ধরেছেন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। দলের বাইরে সাধারণ জনগণ সাদিক আব্দুল্লাহকে পছন্দ করেন। আর পছন্দ করা থেকেই সাদিক আব্দুল্লাহ বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে জনগণের সেবা করবেন।

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ বরিশাল মহানগর সভাপতি মুহা: পলাশ চৌধুরী বলেন, আমরা চাই সাদিক আব্দুল্লাহ বিজয়ী হোক। নগরীর উন্নয়নের জন্য তরুণ নেতৃত্ব দরকার। তাই সেই অবস্থায় সাদিক আব্দুল্লাহর বিকল্প নেই।সাদিক আব্দুল্লাহকে নৌকা প্রতীক দেয়ায় প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ। ৩০ জুলাইয়ের নির্বাচনে ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে প্রাচ্যের ভেনিস বরিশাল সিটি কর্পোরেশনটি আমরা প্রধানমন্ত্রীকে উপহার দেব।

বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তিনি (সাদিক) বলেন, আমি বরিশালবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও মনোনয়ন বোর্ডে যারা ছিলেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি জনগণের জন্য কাজ করছি, কাজ করব। ভবিষ্যত পরিকল্পনা নিয়ে নগরীর উন্নয়ন করাই আমার মূল লক্ষ্য। মনোনয়ন বোর্ডের নেতৃবৃন্দ আজকে যে দায়িত্ব দিয়ে স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক আমার হাতে তুলে দিয়েছেন ইনশাল্লাহ বরিশালবাসী আগামী ৩০ জুলাই এর নির্বাচনে সেই নৌকা মার্কাকে বিজয়ী করে বরিশাল সিটি কর্পোরেশনটি প্রধানমন্ত্রীকে উপহার দেবেন।

 

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official