স্টাফ রিপোর্টার//শাওন অরন্য:
ফারজানা ওয়াহিদা পেশায় একজন গৃহিনী। তার স্বামী মো. শাহজালাল ইসলামী ব্যাংক গুলশান ব্রাঞ্চের ম্যানেজার।
ফারজানা ওয়াহিদা।
বিগত ৪ বছরের ধারাবাহিকতায় এবারো আজ ২ জুন(রবিবার), ২৭ রমজান বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন এর নয়ানী গ্রামের শরীফ বাড়ির ফারজানা ওয়াহিদা তার বাবার নামে আনোয়ার হেলথ সেন্টারে একান্ত নিজ উদ্যোগ ও অর্থায়নে বিনামূল্যে চিকিৎসা ডেন্টাল ও ফিজিওথেরাপি চিকিৎসা সেবা প্রদান করে আসছেন।
ছবি: শাওন অরন্য।
উক্ত চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ জাবির হোসেন, ডাঃ শাহ্ ইমরান খান, ডাঃ তানজিলা আক্তার।
ছবি: শাওন অরন্য।
বরিশাল আই এইচ টি এর ফিজিওথেরাপি বিভাগের প্রভাষক রাকিবুল হাসান জীবন ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান করেন।এ সময় তাকে সহযোগিতা করেন আশরাফুল।
ছবি: শাওন অরন্য।
এ চিকিৎসা ক্যাম্পে চিকিৎসার পাশাপাশি ঔষধও বিনামূল্যে বিতরন করা হয়। ঔষধ বিতরন কাজে সহযোগিতা করেন মেডিকেল সহকারী উত্তম বিশ্বাস।
ছবি: শাওন অরন্য।
গ্রামের অসহায় মানুষ ফারজানা ওয়াহিদার এই উদ্যোগকে স্বাগত জানান।
চিকিৎসা নিতে আসা একজন রোগী জানান, আমরা প্রতি বছরই এই দিনটার জন্য অপেক্ষায় থাকি। আমাদের পক্ষে শহরে চিকিৎসা নেয়া সম্ভব হয় না।
ছবি: শাওন অরন্য।
হেলথ ক্যাম্প সম্পর্কে জানতে চাইলে ফারজানা ওয়াহিদা বলেন, আমার বাবার নামে আমি প্রতি বছরই এই চিকিৎসা সেবা ক্যাম্প এর আয়োজন করি। এই সব অসহায় মানুষের মুখের হাসি আমার প্রাপ্তি। সকলের সহযোগিতা ছাড়া আমার একার পক্ষে এই আয়োজন করা সম্ভব হত না।আমার স্বামি সব সময় আমাকে উৎসাহ দেন।
ছবি: শাওন অরন্য।
তিনি আরো বলেন, এবছর আমরা ২ জনকে শিক্ষা বৃত্তি প্রদান করেছি। সবাই দোয়া করবেন আমার বাবার জন্য। আমি যেন প্রতি বছরই সকলের পাশে এভাবে দারাতে পারি।
ছবি: শাওন অরন্য।
ছবি: শাওন অরন্য।
ছবি: শাওন অরন্য।
ছবি: শাওন অরন্য।
ছবি: শাওন অরন্য।
ছবি: শাওন অরন্য।
ছবি: শাওন অরন্য।
ছবি: শাওন অরন্য।