26 C
Dhaka
এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
করোনা জেলার সংবাদ বরিশাল

বরগুনায় চিকিৎসক-নার্সসহ আরও ৯ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১৫৪

বরগুনায় চিকিৎসক-নার্সসহ নতুন করে আরও ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১৫৪ জন। আজ শনিবার সকাল ৮ টা পর্যন্ত বরগুনার সিভিল সার্জন অফিসের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তদের মধ্য বামনা উপজেলার রামনা ইউনিয়নের পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কেন্দ্রের ডিপ্লোমা মেডিকেল অফিসার, বামনা স্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র স্টাফ নার্স রয়েছেন। সিনিয়র স্টাফ নার্সের স্বামী- বন কর্মকর্তা দু’দিন পূর্বে করোনায় আক্রান্ত হন।

বরগুনা পৌরসভায় দুই জন, বরগুনা জেনারেল হাসপাতালের হিসাব রক্ষক, বরগুনা সদর ইউনিয়নে এক জন, পাথরঘাটায় এক জন এবং আমতলীতে এক জন আক্রান্ত হয়েছেন। চিকিৎসাধীন ৭০ জন। সুস্থ হয়েছেন ৮২ জন। মারা গেছেন দুই জন।

এদিকে, গত বৃহস্পতিবার পর্যন্ত ১৪১ জনের সংগৃহীত নমুনা বরিশাল ও ঢাকা থেকে ফেরত এসেছে বলে সিভিল সার্জন অফিসের নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে। যাদের নমুনা ফেরত এসেছে তাদের সাথে কথা বলে জানা গেছে তারা আতঙ্কের মধ্য রয়েছে। প্রতিদিন জেলা থেকে মাত্র ২০ জনের নমুনা পাঠানোর জন্য নির্ধারণ করে দেয়ায় অনেককেই প্রতিদিন নমুনা না নিয়ে ফিরিয়ে দেবার অভিযোগ রয়েছে। যাদের সংগৃহীত নমুনা ফেরত এসেছে নতুন করে আবার তাদের নমুনা কখন সংগ্রহ করা হবে। এ ব্যাপারেও নমুনা সংগ্রহের দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীরাও কিছুই বলতে পারছেন না।

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সোহরাব হোসেন বলেন, যাদের নমুনা ফেরত এসেছে তাদের কারো শরীরে যদি জ্বর-কাশিসহ করোনার কোনো উপসর্গ দেখা দেয়, তাহলে নতুন করে নমুনা সংগ্রহের প্রয়োজন হবে, তা না হলে প্রয়োজন নেই।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official