স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
বর্তমানে বরিশালে সব থেকে আলোচিত একটি নাম তা হল সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তিনি বরিশাল সিটি করপোরেশনের মেয়র।
মেয়র হিসেবে অত্যন্ত সফল একজন ব্যাক্তি তিনি। মাত্র এক বছর হল বরিশাল সিটি করপোরেশনের দায়িত্ব নিয়েছেন।তিনি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করে যাচ্ছেন তার দায়িত্ব।
বরিশাল নগরীকে উন্নয়ন করাই তার লক্ষ্য। আর সে জন্য তাকে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যেতে হচ্ছে। শত ব্যস্ততার মধ্যেই থাকতে হচ্ছে প্রতিদিন।
পরিবারকে সময় দিতে পারেন না এই ব্যস্ততার জন্য। তারপরও তিনি কিন্তু তার পরিবারকে ভুলে যাননি।
তার প্রমান গতকাল ০২ জুন বরিশাল বিমানবন্দরে তিনি নিজে যান তার মা সাহানারা আব্দুল্লাহকে বিমানবন্দর থেকে রিসিভ করার জন্য।
এসময় অন্যান্য লোকজন এর সাথে কুশালাদি বিনিময় করেন।