25 C
Dhaka
অক্টোবর ২৪, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
খেলাধুলা প্রচ্ছদ ফুটবল বিশ্বকাপ ফুটবল

বিশ্বকাপের জ্যোতিষী; পল থেকে অ্যাকিলিস

অক্টোপাস পলকে মনে পড়ে? ২০১০ বিশ্বকাপে একের পর এক ম্যাচে বিজয়ীদের নাম মিলিয়ে দিয়ে মেসি-নেইমার-মুলারদের জয়প্রিয়তায় ভাগ বসিয়েছিল৷ সেই পল এখন আর নেই৷ বয়সজনিত কারণে বিশ্বকাপের পর মারা যায় সেই অক্টোপাস৷ রাশিয়া বিশ্বকাপে অবশ্য পলের অভাব ঢেকে দেবে নতুন অতিথি৷ পলের উত্তরসূরি পেয়ে গেল রাশিয়া৷

এবার অক্টোপাসের পরিবর্তে এক চার পেয়ে প্রাণীকে দেখা যাবে জ্যোতিষীর ভূমিকায়৷ নাম অ্যাকিলিস৷ অ্যাকিলিস একটি সাদা পুরুষ বিড়াল৷এটি রাশিয়ার রাজধানী সেন্ট পিটার্সবার্গের হার্মিটেজ যাদুঘরের পোষা৷ ইতিমধ্যে ২০১৭ কনফেডারেশন কাপের ওপেনিং ও ফাইনাল ম্যাচের ফল মিলিয়ে দিয়েছেন এই বিড়াল৷

বিজয়ী বাছাইয়ের ক্ষেত্রেও এবার কিছু পরিবর্তন থাকছে৷ শেষবার দুটি বক্সের মধ্যে রাখা খাবার বেছে নিয়ে জয়ী দলের কথা জানত অক্টোপাস পল৷ এবার দুটি বাটি রাখা থাকবে অ্যাকিলিসের সামনে৷ সঙ্গে থাকবে দুই প্রতিপক্ষ দলের জাতীয় পতাকা৷ সেখান থেকেই একটি বেছে নেবে অ্যাকিলিস৷

বিশ্বকাপের ঢাকে কাঠি পড়তে বাকি আর মাত্র তিন দিন৷ কয়েক ঘণ্টার মধ্যেই নিজের কাজ শুরু করে দেবে অ্যাকিলিস৷ ইতিমধ্যেই তাই তাঁর ঠিকানা বদল করে ফেলা হয়েছে৷ মিউজিয়াম থেকে এখন স্থানীয় একটি ক্যাট ক্যাফেতে থাকবে বিশ্বকাপের এই জ্যোতিষী৷

জানা গেছে, ১৪ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দুই প্রতিপক্ষ রাশিয়া ও সৌদি আরবের মধ্যে সম্ভাব্য বিজয়ীকে বেছে নেবে অ্যাকিলিস৷ পলের জনপ্রিয়তায় রাশিয়া বিশ্বকাপের নয়া জ্যোতিষী ভাগ বসাতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়৷

সম্পর্কিত পোস্ট

পায়রা সমুদ্রবন্দরের দিকে এগিয়েছে ঘূর্ণিঝড় ‘দানা’

banglarmukh official

ভারতকে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ

banglarmukh official

সংবিধান বাতিল এবং রাষ্ট্রপতির অপসারণ দাবিতে জাতীয় ঐক্যের ডাক

banglarmukh official

রাষ্ট্রপতিকে পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

banglarmukh official

সাকিবের নতুন ভিডিও ভাইরাল

banglarmukh official

দ.আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ অলআউট ১০৬

banglarmukh official