মে ১২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ নির্বাচন বরিশাল রাজণীতি

মঙ্গলবার বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচন

প্রচার প্রচারনা শেষ  মঙ্গলবার বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচন। শেষ মুহুর্তে প্রার্থী, কর্মী সমর্থক ও স্বজনদের মাঝে নেই কোন বিশ্রাম। সবাই ব্যাস্ত ভোট প্রার্থনায়। চায়ের দোকান, হোটেল ও রেস্তোরায় সর্বত্রই চলছে আলোচনা কে হচ্ছেন তালতলী উপজেলা পরিষদের কর্নধার? আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, না স্বতন্ত্র প্রার্থী। প্রার্থীরা গণসংযোগ, উঠান বৈঠক, লিপলেট বিতরন ও পথসভা করে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। তবে সাধারণ ভোটারদের মধ্যে সস্থি ফিরে এসেছে সুষ্ঠু ভোটদানের। আজ মঙ্গলবার ১৮ জুন তালতলীর ৬৮ হাজার ৭০৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

প্রার্থীরা গণসংযোগ, উঠান বৈঠক, লিপলেট বিতরন ও পথসভা করে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্ধিতা করলেও মূল মাঠে রয়েছেন আছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো.রেজবিউল কবির জোমাদ্ধার (নৌকা) , স্বতন্ত্র প্রার্থী মো. ফরহাদ হোসেন আক্কাস মৃধা (মটরসাইকেল) বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা যুবলীগ সভাপতি মো. মনিরুজ্জামান মিন্টু ( আনারস) মো. ইউনুস মিয়া (ঘোড়া) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।এদিকে ভাইস চেয়ারম্যান পদে রেজাউল করিম বাবুল পাটোয়ারী ( চশমা),মিয়া মোস্তাফিজুর রহমান (তালা), কামরুল আহসান(বই),মো. নয়ন ব্যাপারি (মাইক) মোঃ খলিলুর রহমান (উড়োজাহাজ), হাজী আলম কবির (টিউবওয়েল), আঃ সোবাহান ( টিয়াপাখি)মো. মজিবুর রহমান ফরাজী( বৈদ্যুতিক পাখা)
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনিকা নাজনিন কলস) কামরুন্নাহার সাথী (ফুটবল) দুলি বেগম( হাস) প্রতীকে প্রতিদ্বন্ধি¦তা করছেন। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি প্রার্থীরাও চালাচ্ছেন তীব্র প্রচার ও প্রচারনা।
আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রেজবি উল কবির নৌকা প্রতিক নিয়ে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থা হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রীর নৌকার ভরাডুবির জন্য উপজেলা যুবলীগ সভাপতি বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মিন্টু দলের সাথে বিশ্বাস ঘাতকতা কওে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। দলীয় শৃংখলা ভঙ্গের কারনে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুজ্জমান মিন্টু বলেন, আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলাকে সুন্দরভাবে সাজাবোএবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো। অপর স্বতন্ত্র প্রার্থী মো. ফরহাদ হোসেন আক্কাস মৃধা বলেন, সুষ্ট ভোট হলে জনগন তার পক্ষে নিরব বিপ্লব ঘটাবে এবং তিনি বিজয়ী হবেন বলে জানান।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official