আগামী ৩০ শে জুলাই বরিশাল সিটিকর্পোরেশনের নির্বাচন। আইনগত কোনও সমস্যা না থাকলে ঐ দিন হবে বি.সি.সি. নির্বাচন।নির্বাচনকে সামনে রেখে নগরীর প্রতিটি ওয়ার্ডে চলছে নির্বাচনী প্রচারনা। বর্তমান ক্ষমতায় থাকা কাউন্সিলরদের সাথে ভোট যুদ্ধে অংশগ্রহণ করবেন অনেক নবীন ও প্রবীণ রাজনীতিবীদ।কেউ কেউ অনেক বছর ধরে নির্বাচনে অংশগ্রহণ করছে , কেউবা আবার নতুন করে এবার নির্বাচনে আসছে নিজ ওয়ার্ডের উন্নয়ন করা এবং মানুষের সেবা করার জন্য।
পুরোনোরা যেরকম তাদের ক্ষমতা ধরে রাখতে চাইবে , ঠিক তেমনই নতুনরাও চাইবে পুরনোদের দুর্গে আঘাত হানতে। নির্বাচনী প্রচারনায় থেমে নেই নতুন পুরনো কোনও প্রার্থী।
বরিশাল সিটিকর্পোরেশনের বানিজ্যিক এলাকা সমূহের মধ্যে অন্যতম বাণিজ্যিক এলাকা ছয় নং ওয়ার্ড। এই এলাকায় অনেক ব্যাবসায়ী ও শ্রমজীবী মানুষের বসবাস। সিটিকর্পোরেশনের তথ্য মতে এই এলাকায় দশ হাজারেরও বেশি ভোটার। এই এলাকাকে বরিশাল সিটিকর্পোরেশনের মধ্যে মডেল ওয়ার্ড গড়ার প্রত্যয় নিয়ে এবার কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহণ করবেন ব্যাবসায়ী আলহাজ্ব শেখ মোঃ আতাউল গণি। এবারই সিটিকর্পোরেশনের নির্বাচনে প্রথমবার অংশগ্রহণ করবেন তিনি।

ছয় নং ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর আলহাজ্ব শেখ আব্দুস সোবাহানের মামাতো ভাই তিনি। আলহাজ্ব শেখ আব্দুস সোবাহানের মৃত্যুর পরই এলাকার জনগনের ইচ্ছায় এবার তার নির্বাচনে অংশগ্রহণ করা। পেশায় ব্যাবসায়ী হলেও বরিশাল জেলা ক্ষুদ্র ভাংগারী ব্যাবসায়ী মালিক সমিতির সভাপতি পদে অধিষ্ঠিত রয়েছেন তিনি। পর পর চার বার বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। এছাড়াও হযরত আমানতশাহ জামে মসজিদের সাধারণ সম্পাদক এবং হযরত আমানতশাহ কওমি মাদ্রাসার সভাপতির দ্বায়িত্বে রয়েছেন। এছাড়াও।
বিভিন্ন সামাজিক সংগঠনের উপদেষ্টা পদে অধিষ্ঠ রয়েছেন তিনি। রয়েছে তার ব্যাবসায়ীক ও সামাজিক সুনাম। মানুষের কোনও অসুবিধার কথা শুনতে পারলেই তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেন শেখ মোঃ আতাউল গণি। ইতিমধ্যেই ছয় নং ওয়ার্ডে জোরদার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।
এ ব্যাপারে তার সাথে কথা বল্লে আলহাজ শেখ মোঃ আতাউল গণি বলেন : আমি কখনও চাইনি নির্বাচনে আসতে। কিন্তু আমার ওয়ার্ডের সর্বস্থরের জনগন শেখ আব্দুস সোবাহানের মৃত্যুর পর আমাকে নির্বাচন করতে বলেন। অনেকেই আমার হয় প্রচারণা শুরু করেছে । তারা সকলেই চাইছে আমি যেন এই ওয়ার্ডকে বরিশালের মধ্যে মডেল ওয়ার্ড গড়ি। নির্বাচনে জয়ী হলে ইনশাআল্লাহ্ আমি চেষ্টা করবো জনগণের স্বপ্ন পূরণ করতে। আমি সকল সময় মানুষের সাথে ছিলাম এবং থাকবো।