26 C
Dhaka
এপ্রিল ২২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা

মা-বাবাসহ মাশরাফির দুই সন্তান করোনা নেগেটিভ

করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি মোর্ত্তজা করোনাভাইরাসে আক্রান্ত হন গত শনিবার। এরপরই তার দুই সন্তান সাহেল ও হুমায়রাকে নড়াইলে মা-বাবার কাছে পাঠিয়ে দেওয়া হয়। ওখানে তাদের করোনা টেস্ট করালে সবারই নেগেটিভ আসে।

আজ মঙ্গলবার টেস্টের ফলাফল হাতে পাওয়ার পর আমাদের সময়কে তার পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। ঢাকায় মাশরাফির সঙ্গে তার স্ত্রী সুমনা হক থাকলেও তার করোনা টেস্টের বিষয়টি এখনো জানা যায়নি।

গতকাল মাশরাফি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচে) যান নিয়মিত চেকাপের জন্য। করোনাভাইরাসে আক্রান্তের পর ফলোআপ চেকআপের জন্য বুকের একটি এক্সরের নির্দেশনা দেন চিকিৎসকরা। এই এক্সরে করাতেই গতকাল বিকেল ৫টার দিকে যেতে হয়েছে সিএমএইচে। সেখানে এক্সরে করে রাতেই মিরপুরের বাসায় ফিরেছেন তিনি।

এর আগে মাশরাফির হাসপাতালে যাওয়া-না যাওয়া নিয়ে কিছু গুজব ছড়ায় গতকাল সোমবার সারা দিন। এসব খবরে ভক্ত-সমর্থকেরা যেন বিভ্রান্ত না হন, সেজন্য বিকেলে তিনি ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, ‘কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এবিএম আব্দুল্লাহর তত্ত্বাবধানেই মাশরাফির চিকিৎসা চলছে। মাশরাফির বিষয়ে এবিএম আব্দুল্লাহ বলেন, ‘তার অ্যাজমার সমস্যা রয়েছে। এখনই ঘাবড়াবার কিছু নেই।‘

সম্পর্কিত পোস্ট

মিরপুরে তামিমরা দিলেন মুশফিককে সংবর্ধনা

banglarmukh official

এশিয়ান কাপ নিশ্চিতে একই গ্রুপে বাংলাদেশ-ভারত

banglarmukh official

আইরিশদের হোয়াইটওয়াশ করতে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

banglarmukh official

এবার ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না শান্তর

banglarmukh official

মিরপুরে শারমিনের ব্যাটে ভর করে বাংলাদেশের রেকর্ড পুঁজি

banglarmukh official

কথা শোনেননি তাসকিন, ছয় উইকেট পাওয়ার পর যা লিখলেন স্ত্রী

banglarmukh official