গত বিশ্বকাপে দেশকে কাপ এনে দিতে পারেননি লিওনেল মেসি। সেই মেসিকে কেন্দ্র করেই আসন্ন বিশ্বকাপে ফের স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে আর্জেন্টিনা। ফর্মের শীর্ষে থেকে এটাই শেষ সুযোগ মেসির কাছে দেশকে ৩২ বছর পর কাপ এনে দেওয়ার।
ফলে রাশিয়া বিশ্বকাপকে মাথায় রেখে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে নীল-সাদা শিবিরে। কোচ সাম্পাওলির তত্ত্বাবধানে মেসির ক্লাবের শহর বার্সেলোনায় নিজেদের তৈরি করার কাজে ব্যস্ত গোটা দল। এবং তার কেন্দ্রবিন্দুতে যে মেসিই থাকবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। সবার আড়ালে চুপিসারে নিজের নতুন টেকনিকের ব্লু-প্রিন্ট ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড়।
আর্জেন্টাইন ফুটবল সংস্থার সরকারি টুইটার অ্যাকাউন্টে তা প্রকাশ হতেই রীতিমতো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, মেসির বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রি-কিক হাওয়ার বাঁক খেয়ে গোলে ঢুকে যায়। গোলকিপার চেষ্টা করলেও তা আটকাতে ব্যর্থ হন।