এপ্রিল ২০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ নারী ও শিশু প্রচ্ছদ

মেহেরপুরে ১০ বছরের শিশুকে রাতভর ধর্ষণ

মেহেরপুর জেলা শহরের তাঁতি পাড়ায় (হঠাৎ পাড়া) ১০ বছরের শিশু কন্যাকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষিত শিশু (১০) তাঁতি পাড়া মহিলা দাখিল মাদ্রাসার ৩য় শ্রেণির ছাত্রী। তার পিতার নাম কলিমউদ্দিন। একই পাড়ার কাসেদের ছেলে দাউদ তাকে ধর্ষণ করেছে বলে ধর্ষিতার পরিবার অভিযোগ করেছে।

জানা যায়, সোমবার রাত ১০টার দিকে প্রতিদিনের ন্যায় ধর্ষিতা (১০) বড়চাচা জাহাঙ্গীরের বাড়িতে ঘুমানোর জন্য বের হয়।  এসময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিবেশী দাউদ তাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে তার বাড়িতে রাতভর ধর্ষণ শেষে সকালে ছেড়ে দেয়। সাবিনার পরিবারের লোকজন রাতভর অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে অবশেষে আজ সকালে সাবিনাকে তারা খুঁজে পায়।

এদিকে, এঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে তাঁতি পাড়া। ধর্ষক দাউদের বিচারের দাবিতে বিক্ষোভ করছে এলাকাবাসীরা।

এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ধর্ষিতার পরিবারের লোকজন ও এলাকাবাসী মেহেরপুর সদর থানায় অবস্থান করছে বলে জানা গেছে।

মেহেরপুর সদর থানার ওসি তদন্ত মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্ত দাউদকে এখনও আটক করা সম্ভব হয়নি। আটকের চেষ্টা চলছে।

এদিকে, অভিযুক্ত ধর্ষক দাউদের বাড়িতে কাউকে পাওয়া যায়নি।  ধারণা করা হচ্ছে, অবস্থা বেগতিক দেখে সকলে পালিয়ে গেছে।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official