বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত এক রোগী মারা গেছেন। পাশাপাশি উপসর্গ নিয়ে আরো এক রোগীর মৃত্যু হয়েছে। শনিবার হাসপাতালের করোনা ওয়ার্ডে তাদের মৃত্যু হয়।
করোনায় উপসর্গ নিয়ে শনিবার ভোরে ভর্তি হয়ে রাত ১০ টায় মারা যাওয়া ব্যক্তি পারভেজ (৩০) পটুয়াখালীর কলাপাড়ার বাসিন্দা । অপরজন বরিশাল নগরীর বসিন্দা খালেক আকন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায় ।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ সূত্রে এই তথ্য সরবরাহ করা হয়।