24 C
Dhaka
ফেব্রুয়ারি ১১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক বিনোদন

সালমানের সঙ্গে অক্ষয়ের চলছে ঠান্ডা লড়াই

বলিউডের দুই সুপারস্টার সালমান খান আর অক্ষয় কুমারের বন্ধুত্বের কথা সকলেই জানেন। কিন্তু সেই সম্পর্কে ইতোমধ্যে ধরেছে ফাটল। এমনকি ঠান্ডা লড়াই শুরু হয়েছে তাদের মধ্যে। কিন্তু কী নিয়ে এই দ্বন্দ্ব?

২০২০ সালের ঈদ রিলিজকে কেন্দ্র করে দু’জনের এই লড়াইয়ের সূত্রপাত। ঘোষণা করা হয়, আগামী ঈদে রোহিত শেট্টি ‘সূর্যবংশী’ নিয়ে আসবেন। অক্ষয় এবং ক্যাটরিনা কাইফ কেন্দ্রচরিত্রে। ঠিক তার পরেই সালমান ঘোষণা করেন, সঞ্জয় লীলা বানসালির সঙ্গে তার এবং আলিয়ার ‘ইনশাল্লাহ’ও ঈদেই মুক্তি পাবে।

দুই সুপারস্টারের সম্মুখসমরে যে কেউই বিশেষ লাভবান হবেন না, এটা জানা কথা। তাই সালমানের অনুরোধে রোহিত তার ছবি এগিয়ে নিয়ে আসেন।

এখানেই গোলমাল বাধে। রিলিজের দিন বদল নিয়ে অক্ষয়ের কোনো অনুমতিই নেওয়া হয়নি। রোহিত এবং সালমান ফটোশুট করে সোশ্যাল মিডিয়ায় খবরটি জানান।

সূত্রের খবর, সেই শুটে উপস্থিত থাকতে অস্বীকার করেন অক্ষয়। রোহিতও এ ক্ষেত্রে অক্ষয়কে খানিক উপেক্ষাই করেছেন। এমনিতেই তিনি ভাইজানের অভয়বাণী পেয়ে গিয়েছিলেন। তারা দু’জনে একসঙ্গে একটি ছবিও করছেন। অক্ষয়কে বাদ দিয়ে রোহিত আর সালমানের এই যোগসাজশ নিয়ে অনেক কথাই ঘুরছিল ইন্ডাস্ট্রিতে। অক্ষয়ের মৌনতাই বলে দিচ্ছিল, কোনো গোলমাল রয়েছে।

ওই ঘোষণার দিন দুয়েক পরে অক্ষয় একটি টুইট করেন, “কিছু দিন ধরে দেখছি, আমার কাছের লোকেরাই নানা নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করছে। আমার অনুরোধ, এগুলো করবেন না। আমি ‘সূর্যবংশী’ নিয়ে আশাবাদী। চাই ছবিটি ভালো হোক এবং ভালোভাবে রিলিজ করুক।” অভিনেতার এই টুইটই বলে দিচ্ছে অনেক কথা।

তবে এই সংঘাত হঠাৎ নয়; অনেক দিন ধরেই নাকি অক্ষয় এবং সালমান কোনো অনুষ্ঠানে মুখোমুখি হওয়া এড়াচ্ছেন। আসলে এর সূত্রপাত ঘটেছিল বছর দুয়েক আগে। সালমান নিজের প্রযোজনায় অক্ষয়কে নিয়ে একটি প্রজেক্ট ঘোষণা করেন। সহ-প্রযোজক হিসেবে করণ জোহরও ছিলেন সেখানে।

ব্যাটেল অব সরাগরহি নিয়ে ‘কেশরী’ ছবিটি করার কথা ছিল তখন। কিন্তু প্রজেক্ট থেকে সালমান নিজেকে সরিয়ে নেন। পরে অভিনেতা বলেছিলেন, ‘‘যে প্রজেক্টে আমার কিছু করার নেই, সেখানে থাকতে চাই না।’’ অক্ষয় বা করণ কিন্তু সালমানের সরে যাওয়া নিয়ে উচ্চবাচ্য করেননি।

সম্পর্কিত পোস্ট

সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

banglarmukh official

যেভাবে যুক্তরাষ্ট্রে সফল উদ্যোক্তা বরিশালের মেয়ে রোজা

banglarmukh official

হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় হামাসের দাবি অস্বীকার করল ইসরাইল

banglarmukh official

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা, মেহজাবীনের আবেগঘন পোস্ট

banglarmukh official

পুষ্পা-২ দেখতে গিয়ে পদপিষ্ট শিশুর অবস্থার উন্নতি, পাশে দাঁড়িয়েছেন আল্লু অর্জুন

banglarmukh official

গাজায় হাসপাতালের বাইরে ইসরাইলি হামলা, ৫ সাংবাদিক নিহত

banglarmukh official