সিলেটে মশিউর রহমান তাহসিন (১৬) নামে এক কলেজছাত্রকে গলায় ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৬ জুন) রাত ১০টার দিকে নগরীর শিবগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মশিউর রহমান তাহসিন নগরীর শিবগঞ্জ নবারুন আবাসিক এলাকার মুজিবুর রহমানের ছেলে। সে স্কলার্স হোমের একাদশ শ্রেণির ছাত্র ছিল। নিহত তাহসিনের বাবা মুজিবুর রহমান বলেন, তাহসিনের কয়েকজন বন্ধু ঈদের দিন সন্ধ্যার পর বাসায় বেড়াতে আসে। পরে নাস্তা খেয়ে তাকে নিয়ে তারা বের হয়ে যায়। ছেলেকে তার বন্ধুরাই খুন করেছে জানিয়ে তিনি বলেন, তাহসিনের এসব বন্ধুদের আমি আগে কখনো দেখিনি। তাই তাদের নামও বলতে পারছি না।
সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান (র.) থানার ওসি আখতার হোসেন জানান, মিতালী ফার্মেসির সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, রাত ১০টা এক মিনিটে তাহসিন গলায় রক্তাক্ত অবস্থায় রাস্তা পার হচ্ছে। রাস্তা পারের পর সে মাটিতে পড়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আবদুল ওয়াহাব জানান, কে বা কারা রাতে তাহসিনকে ছুরিকাঘাত করে। এরপর সে আহত অবস্থায় মিতালী ফার্মেসির সামনে এসে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিসিটিভির ফুটেজে আরও দেখা যায়, কয়েকজন ছেলে দৌড়ে পালাচ্ছে। ঘটনা রাস্তার ওপারে হওয়ায় দৃশ্যটি সিসিটিভিতে আসেনি। তবে রাস্তার বিপরীত দিকে কিছু একটা ঘটছে, তা উপস্থিত মানুষের ভাবভঙ্গিতে বোঝা যাচ্ছে। তাহসিনের ওপর হামলাকারীদের পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে। এ ছাড়া গলায় ক্ষত নিয়ে তার বাঁচার প্রচেষ্টাও দেখা গেছে এতে।
ওসি আরও জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের গ্রেফতারের কাজ শুরু হয়েছে।