গোটা বিশ্বকে চমকে দিয়ে বিশ্বকাপের পর্দা ওঠার ঠিক একদিন আগে বরখাস্ত হয়েছেন স্পেনের কোচ হুলেন লোপেতেগি।আর কয়েক ঘণ্টার মধ্যেই লোপেতেগির বিকল্প খোঁজে নিয়েছে স্পেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন ফার্নান্দো ইয়েরো। বোল্টন ওয়ান্ডারার্সের সাবেক এই ডিফেন্ডারের অধীনেই রাশিয়া বিশ্বকাপে খেলবেন পিকে-ইনিয়েস্তারা।
ফার্নান্দো ইয়েরো স্পেনের জাতীয় ফুটবল দলের স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্বে ছিলেন। মঙ্গলবার স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ তাদের পরবর্তী কোচ হিসেবে হুলেন লোপেতেগির নাম ঘোষণা করে। বিশ্বকাপ শেষ হলেই তিনি দায়িত্ব নেবেন বলেও জানায় রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।
রিয়ালের সঙ্গে চুক্তির খবরের ঠিক একদিন পর বুধবার লোপেতেগিকে বরখাস্ত করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। তার শূন্যস্থান পূরণে ফার্নান্দো ইয়েরোর নাম ঘোষণা করা হয়।
ফার্নান্দো ইয়েরো এর আগে রিয়াল মাদ্রিদের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। তিনি মালাগা ফুটবল ক্লাবের পরিচালকের দায়িত্বেও ছিলেন।