এপ্রিল ২৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক প্রচ্ছদ

হঠাৎ রাশিয়া সফরে যাচ্ছেন যুবরাজ সালমান

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হঠাৎ করেই রাশিয়া সফরে যাচ্ছেন। আগামী সপ্তাহেই তার এ সফর অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে ক্রেমলিন। যুবরাজ সালমানকে নিয়ে নানা ধরণের গুজবের পর কোনও পরাশক্তির দেশে এটাই তার প্রথম সফর হতে যাচ্ছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পসকভ শুক্রবার জানিয়েছেন, রাশিয়ায় সৌদি যুবরাজ আসবেন বলে আমরা প্রত্যাশা করছি। নিজ ফুটবল দলের সমর্থনে মোহাম্মদ বিন সালমান রাশিয়ার বিশ্বকাপের উদ্বোধনীতে উপস্থিত থাকবেন। প্রথম কোনো আরব দল হিসেবে সৌদি ফুটবল দল ১৪ জুন রাশিয়ার বিরুদ্ধে খেলবে।

বিশ্বকাপ উপলক্ষে উপস্থিতির কথা বললেও সৌদি যুবরাজের এ সফর আন্তর্জাতিক ও কূটনৈতিকভাবে বেশ গুরুত্ব পাচ্ছে।

প্রসঙ্গত, রিয়াদের রাজপ্রাসাদের বাইরে গত ২১ এপ্রিল গোলাগুলির ঘটনায় মোহাম্মদ বিন সালমান গুলিবিদ্ধ হয়েছিলেন বলে খবর রটেছিল। ওই ঘটনার পর তাকে বহুদিন প্রকাশ্যে দেখা যায়নি। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল, সৌদি যুবরাজ আহত হয়ে বাংকারে আশ্রয় নিয়েছিলেন। তার শারীরিক অবস্থা নিয়েও শুরু হয় নানা জল্পনা-কল্পনা।
এর পর যুবরাজ মোহাম্মদকে নিয়ে প্রকাশিত খবর উড়িয়ে দিয়ে ছবি ও ভিডিও প্রকাশ করে দেশটি। এতে তাকে বিভিন্ন বৈঠকে আলোচনা করতেও দেখা গেছে।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official