এপ্রিল ২১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক খেলাধুলা ফুটবল

হন্ডুরাসকে ৭-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

কোপা আমেরিকা শুরুর আগে প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিলো ব্রাজিল। প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচে চালকের আসনে বসা ব্রাজিল সবশেষ প্রীতি ম্যাচে হন্ডুরাসকে উড়িয়ে দিয়েছে ৭-০ গোলে।

ইনজুরির কারণে নেইমার ছিটকে গেলেও ঘরের মাঠ এস্তাদিও বেইরা-রিও স্টেডিয়ামে পুরো ম্যাচ জুড়েই বল দখলে আধিপত্য দেখায় স্বাগতিকরা। ব্রাজিলের গোল উৎসব শুরু হয় ম্যাচের ষষ্ঠ মিনিটেই। দানি আলভেজের পাস থেকে জেসুস হেড দিয়ে গোল করলে প্রথমে অফ সাইডের কারণে গোল বাতিল করা হয়। পরে ভিডিও রেফারির সহায়তায় গোলটি নিশ্চিত করা হয়। ১৩তম মিনিটে ফিলিপে কৌতিনিয়োর কর্নারে চিয়াগোর হেড দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে পেলে ব্যবধান দ্বিগুণ হয়।

২৯তম মিনিটে আর্থারকে ফাউল করেন রোমেল কিয়োতো। রেফারি ভিএআরের সাহায্যে হন্ডুরাসের এই খেলোয়াড়কে লালকার্ড দেখান। চোট পেয়ে খেলা চালিয়ে যেতে পারেননি আর্থার। বার্সেলোনার এই মিডফিল্ডারের জায়গায় নাপোলির আলানকে নামান তিতে।

সফল স্পট কিকে ৩৭তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন বার্সেলোনা মিডফিল্ডার কৌতিনিয়ো। ডি-বক্সের মধ্যে রিশার্লিসন ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। একটু পর কৌতিনিয়োর শট পোস্টে লেগে ফিরে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সতীর্থের বাড়ানো বলে রিশার্লিসন হেড করার পর কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন জেসুস। ৫৫তম মিনিটে তাকে তুলে নিয়ে লিভারপুলের ফরোয়ার্ড ফিরমিনোকে নামান কোচ।

পরের মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা আয়াক্সের ফরোয়ার্ড নেরেসের দারুণ গোলে ব্যবধান আরও বাড়ায় ব্রাজিল। ৬৫তম মিনিটে সুযোগ নষ্টের পরপরই প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পায়ে লেগে পেয়ে যাওয়া বল জালে পাঠান ফিরমিনো। পাঁচ মিনিট পর টোকায় জাল খুঁজে নেন অরক্ষিত রিশার্লিসন।

আগামী শুক্রবার শুরু হতে যাওয়া এবারের কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে বলিভিয়ার বিপক্ষে খেলবে প্রতিযোগিতাটির আটবারের চ্যাম্পিয়নরা। ‘এ’ গ্রুপে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও পেরু।

সম্পর্কিত পোস্ট

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official

আইসিইউ থেকে পালালেন ‘কোমা’য় থাকা রোগী, হাসপাতালের ভয়ঙ্কর জালিয়াতি ফাঁস

banglarmukh official

গাজা দখলের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে: তুরস্ক

banglarmukh official

মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্র থেকে বাংলাদেশিসহ আটক ৮০

banglarmukh official