বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতলের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়াও ওই ইউনিট থেকে এক নারী করোনা রোগী পালিয়েছে।
হাসপাতালে দায়িত্বশীল সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। যারা মারা গেছেন তারা করোনা আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া না গেলোও করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃতদের নমুনা সংগ্রহ করা হয়েছে। হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব থেকে রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে তারা করোনা আক্রান্ত ছিলেন কিনা। যারা মারা গেছেন তাদের মধ্যে ৪ জন পুরুষ এবং একজন নারী রয়েছেন।
ওদিকে করোনার উপসর্গ নিয়ে যিনি পালিয়েছিলেন তার নামে থানায় জিডি করার প্রক্রিয়া চলছে। প্রশাসন পালিয়ে যাওয়া রোগীর অবসন্থান শনাক্তে কাজ শুরু করছে।