29 C
Dhaka
অক্টোবর ২৩, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা

বাংলাদেশের যত হ্যাটট্রিক টি-টোয়েন্টিতে

লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে চলতি ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম হ্যাটট্রিক করলেন আলাউদ্দিন বাবু। পঞ্চম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিকের কীর্তি গড়লেন ব্রাদার্স ইউনিয়নের ডানহাতি পেসার।

বৃহস্পতিবার (৩ জুন) মিরপুরে মুক্তার আলী, সোহাগ গাজী ও নাবিল সামাদকে আউট করে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন আলাউদ্দিন।

১৮তম ওভারের পঞ্চম বলে হ্যাটট্রিকের পথে পা বাড়ান আলাউদ্দিন। তার শর্ট বল পুল করতে গিয়ে হাওয়ায় ক্যাচ ওড়ান মুক্তার আলী। ডিপ মিড উইকেট থেকে দৌড়ে মিড উইকেটে এসে দারুণ ক্যাচ নেন নাঈম ইসলাম জুনিয়র। পরের বলে সোহাগ উইকেটের পেছনে ক্যাচ দেন। ২০তম ওভারে নিজের শেষ ওভার করতে আসেন আলাউদ্দিন। প্রথম বলে নাবিল ক্যাচ দেন কভারে। তাতেই হ্যাটট্রিক পূরণ হয়ে যায় ব্রাদার্স পেসারের। এর আগে নিজের প্রথম স্পেলে নিয়েছিলেন ওপেনার আজমিরের উইকেট। সব মিলিয়ে ৩.১ ওভারে ২১ রানে ৪ উইকেট পেয়েছেন তিনি।

প্রসঙ্গত, বাংলাদেশের ক্রিকেটারদের ষষ্ঠ হ্যাটট্রিকের কীর্তি এটি। আলাউদ্দিনের আগে হ্যাটট্রিক আছে এই সংস্করণে হ্যাটট্রিক করেছেন আল-আমিন হোসেন, আলিস আল ইসলাম, মানিক খান ও কামরুল ইসলাম রাব্বী।

পেসার আল-আমিন হ্যাটট্রিক পেয়েছেন দুইবার। সিলেটে ২০১৩ সালের ২৬ ডিসেম্বর বিজয় দিবস টি-টোয়েন্টিতে তিনি হ্যাটট্রিকসহ ৫ উইকেট নেন। ২০১৬ বিপিএলে বরিশাল বুলসের হয়ে আল-আমিন দ্বিতীয় হ্যাটট্রিক পান সিলেট সুপারস্টার্সের বিপক্ষে।

২০১৯ বিপিএলে ঢাকা ডায়নামাইটসের স্পিনার আলিস হ্যাটট্রিক পান রংপুর রাইডার্সের বিপক্ষে। ওই বছরই প্রিমিয়ার লিগের দলগুলোকে নিয়ে হয়েছিল একটি টি-টোয়েন্টি প্রতিযোগিতা। সেখানে বিকেএসপির বিপক্ষে হ্যাটট্রিক করেন প্রাইম দোলেশ্বরের মানিক। ২০২০ সালের করোনা মহামারির পর ক্রিকেট মাঠে গড়ায় প্রেসিডেন্টস কাপ টুর্নামেন্ট দিয়ে, সেখানে পেসার রাব্বী হ্যাটট্রিকসহ ৪ উইকেট পেয়েছিলেন এক ওভারে।

টি-টোয়েন্টিতে বাংলাদেশি ক্রিকেটারদের হ্যাটট্রিক

আল-আমিন হোসেন, আবাহনী; ইউসিবি-বিসিবি একাদশের বিপক্ষে, ২০১৩

আল-আমিন হোসেন, বরিশাল বুলস; সিলেট সুপারস্টারসের বিপক্ষে, ২০১৫

মানিক খান, প্রাইম দোলেশ্বর; বিকেএসপির বিপক্ষে, ২০১৯

আলিস আল ইসলাম, ঢাকা ডায়নামাইটস; রংপুর রাইডার্সের বিপক্ষে, ২০১৯

কামরুল ইসলাম রাব্বী, ফরচুন বরিশাল; মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে, ২০২০

আলাউদ্দিন বাবু, ব্রাদার্স ইউনিয়ন; লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে, ২০২১

সম্পর্কিত পোস্ট

সাকিবের নতুন ভিডিও ভাইরাল

banglarmukh official

দ.আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ অলআউট ১০৬

banglarmukh official

বিদায়ী টেস্ট খেলতে দেশে ফেরা হচ্ছে না সাকিবের

banglarmukh official

শাহিন বাবর নাসিম বাদ, যা বললেন আফ্রিদি

banglarmukh official

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানি লেগ-স্পিনার

banglarmukh official

অর্ধেকের বেশি কমতে যাচ্ছে সাকিবের বেতন

banglarmukh official