এপ্রিল ২০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রচ্ছদ বরিশাল

অনিয়মের আখড়া বরিশাল বিআইডব্লিউটিসি কার্যালয় অফিস টাইমে কর্মকর্তারা বাসায়: কর্মচারীরা ব্যস্ত টিকিট চুরিতে

নিজস্ব প্রতিবেদক ।। বরিশাল বিআইডব্লিউটিসি আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম-অভিযোগের অন্ত নেই। উপরোক্ত সংশ্লিষ্ট মহলের সঠিক তদারকি না থাকায় এখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা আঞ্চলিক কার্যালয়কে অনিয়ম- দুর্নীতির আখরায় পরিনত করেছেন। আর বছরের পর বছর এভাবে চললেও অভিযুক্তদের বিরুদ্ধে নেয়া হচ্ছেনা কোন ব্যবস্থা। আর এই সুযোগে টিকিট বিক্রী করে টাকা আত্মসাৎ, অফিসের টাইমে বাসায় অবস্থান করা ও কোন প্রকার ছুটি না নিয়েই কর্মস্থলে অনুপস্থিত থাকা এখন এখানকার নিত্যদিনের ঘটনা।

অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে বরিশাল বিআইডব্লিউটিসি রকেট ঘাটে গিয়ে টিকিট বিক্রীর টাকা আত্মসাতের চিত্র দেখা গেছে। গত ২ জুন ২০২১ ইং তারিখে বরিশাল বিআইডব্লিউটিসির আঞ্চলিক কার্যালয়ের প্রান্তিক সহকারী মুমিদুল ইসলাম সজল যাত্রীদের নিকট থেকে ১২০ টাকা করে নিয়ে ৬০ টাকা মূল্যের টিকিট হাতে দিচ্ছেন। আর যাত্রী সাধারণ সেই টিকিট নিয়েই তাদের গন্তব্যস্থলে যাচ্ছেন। আর এর ফলে সরকার মাসে হারাচ্ছে বিপুল অঙ্কের রাজস্ব।

সূত্রে জানাগেছে, এ টিকিট চুরি বানিজ্যের সাথে বরিশাল আঞ্চলিক কার্যালয়ে কর্মরত কর্মকর্তারাও জড়িত। তাদেরকেও মাসিক এই চুরির ভাগ দেয়া হয়। আর তাই দিনের পর দিন এই চুরির ঘটনা ঘটলেও উদ্ধর্তন কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছেননা। এ বিষয় বরিশাল বিআইডব্লিউটিসি আঞ্চলিক কার্যালয় সরেজমিনে গেলে সেখানে থাকে আরো চমক। অফিস টাইমে কোন প্রকার ছুটি না নিয়েই ব্যবস্থাপক জসিম উদ্দিন ও সহ-ব্যবস্থাপক এমরান থাকেন তাদের বাসভবনে। দীর্ঘ ৫ দিন আঞ্চলিক কার্যালয়ে গেলে একই চিত্র দেখা যায়। বরিশাল বিআইডব্লিউটিসি আঞ্চলিক কার্যালয়ে কর্মরত ব্যবস্থাপক-সহ ব্যবস্থাপক সরকারি কোন নিয়মনীতির তোয়াক্কা না করেই মাসের পর মাস এভাবেই অফিস ফাকি দিচ্ছেন। আর তাদের অগোচরে কর্মচারীরা টিকিট বিক্রী করে সরকারি টাকা আত্মসাৎ করছে। এ ব্যাপারে একাধিকবার কল করলেও ব্যবস্থাপক জসিম উদ্দিন ও সহ ব্যবস্থাপক এমরান কোন মন্তব্য করতে রাজি হননি।

জানাগেছে, ব্যবস্থাপক জসিম উদ্দিনের বদলির আদেশ আসলেও তিনি বরিশাল ত্যাগ করেননি। উল্টো বদলির আদেশ বাতিলের জন্য তদ্বির-লবিং শুরু করেছেন এবং এক প্রকার সফলও হয়েছেন।

এদিকে প্রান্তিক সহকারী মুমিদুল ইসলাম সজলের বিরুদ্ধে জানাগেছে চাঞ্চল্যকর তথ্য। মুমিদুল ইসলাম সজল শাস্তিমূলক বদলি হয়ে বরিশাল আঞ্চলিক কার্যালয়ে প্রান্তিক সহকারি হিসেবে যোগদান করেন মাত্র ৩ মাস পূর্বে। তিনি এর আগে পাটুরিয়া ঘাটে কর্মরত ছিলেন। সেখানে চরম অনিয়ম ও দুর্নীতি করতে করতে একপর্যায়ে দুদকের হাতে আটক হন। পরে তাকে শাস্তিমূলক বদলি করে বরিশালে পোস্টিং দেয়া হয়। কিন্তু টাকার লোভ কি আর সামলানো যায়? তাই বরিশাল এসেই শুরু করেন তার চুরি কারিশমা।

এ বিষয় বিআইডব্লিউটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official