বরিশালের বাবুগঞ্জে ১ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪টি ইউনিয়নের ২ টিতে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন।
উপজেলার দেহেরগতি ইউনিয়নের গত দুইবারের সফল নির্বাচিত চেয়ারম্যান মশিউর রহমান নৌকা প্রতীক নিয়ে পুনরায় বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি মোট কাস্টিং ভোটের ৮৩৮৮ ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রকিবুল হাসান রনি খান ৩০৫১ ভোট পেয়েছেন।
ইউনিয়নটিতে ৬৯.১৩%ভোটার ভোট প্রয়োগ করেছে। এদিকে উপজেলার কেদারপুর ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান নুরে আলম বেপারি পুনরায় নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি মোট কাস্টিং ভোটের ৬৬৮৮ ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামাল উদ্দিন হাতুরি প্রতীক নিয়ে পেয়েছেন ২৯৩৬ ভোট। ইউনিয়নটিতে ৫৬.১৭% ভোটার ভোট প্রয়োগ করেন।
এছাড়া নৌকার প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে মাধবপাশা ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সিদ্দিকুর রহমান ও জাহাঙ্গীর নগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান হিমু খান বিজয়ী হয়েছেন বলে বেসরকারি ভাবে জানাগেছে।