সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া সংবাদভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের বরিশাল অফিস প্রধান অপূর্ব অপুকে গতকাল শনিবার বরিশালে আনা হয়েছে। তিনি বর্তমানে নগরীর বান্দ রোডস্থ বেসরকারি ক্লিনিক রাহাত আনোয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেলযোগে বরিশাল থেকে খুলনা যাবার পথে বাগেরহাটে তিনি দুর্ঘটনার কবলে পরেন। এব্যাপারে ডিবিসি নিউজের বরিশাল অফিসের ক্যামেরা পারসন সুজয় দাসের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার দুর্ঘটনায় আহত হবার পর প্রথমে অপূর্ব অপুকে স্থানীয় একটি সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তবে মাথায় ও বাম হাতে গুরুতর চোট পাওয়ায় দ্রুত তাকে খুলনায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। খুলনা নগরীর সোনাডাঙা এলাকার হেলথ কেয়ার প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে সিটি স্কান, এক্স – রে সহ নানা পরীক্ষা নীরিক্ষা করার পর ৪৮ ঘন্টার পর্যবেক্ষণে রাখে সেখানকার চিকিৎসক ডা.রিয়াজ। সুজয় বলেন, ডিবিসি নিউজের খুলনা অফিস প্রধান আমিনুল ইসলাম সহ সেখানকার স্থানীয় সাংবাদিকেরা অপূর্ব অপুর চিকিৎসা বিষয়ে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করেন।এছাড়া বরিশালের চিকিৎসক ডা. সুদীপ হালদার চিকিৎসা সংক্রান্ত সকল বিষয়ে খোঁজ খবর রাখেন। তাঁর পরামর্শে শনিবার খুলনা থেকে বরিশালে আনা হয় অপূর্ব অপুকে। বরিশালে রাহাত আনোয়ার হাসপাতালে পৌঁছাবার পর শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব, ইলেকট্রনিকস জার্নালিস্ট এসোসিয়েশন ও সাংবাদিক ইউনিয়ন বরিশালের নেতৃবৃন্দ সেখানে ছুটে যান। আঘাত গুরুতর হওয়ায় বর্তমানে সাংবাদিক অপূর্ব অপু হাসপাতালেই রয়েছেন। দুর্ঘটনার ব্যাপারে সাংবাদিক অপূর্ব অপুর কাছ থেকে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সঙ্গীয় আরোহীকে নিয়ে মোটরসাইকেলে বরিশাল থেকে খুলনা যাত্রা করেন তিনি।মোটরসাইকেল চালানোর দায়িত্বে ছিল অপর ব্যক্তি। বাগেরহাট পৌঁছাবার পর তাঁর মোবাইলে গৌরনদী উপজেলার ট্রিপল মার্ডার সংক্রান্ত একটি খবর মেসেজ আকারে আসে। মোটরসাইকেলে বসেই সেটি সম্পাদনার কাজ করছিলেন অপূর্ব অপু। এসময় মোটরসাইকেল চালক হঠাৎ জোরে ব্রেক কষলে আচমকা পেছন থেকে ছিটকে পরেন তিনি। তারপর রাস্তার পাশের শক্ত কোন বস্তুর সঙ্গে সজোরে আঘাত লাগে তাঁর।সেসমই অজ্ঞান হয়ে পরেন অপূর্ব অপু। জ্ঞান ফিরলে নিজেকে হাসপাতালের বিছানায় আবিষ্কার করেন তিনি।