আজ শনিবার ২০ জুলাই ‘জননী সাহসিকা’ খ্যাত কবি বেগম সুফিয়া কামালের ১০৯তম জন্মদিন। যিনি ছিলেন বাংলাদেশের নারীমুক্তি আন্দোলনের অন্যতম অগ্রদূত ও বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি। এই বরেণ্য কবি ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদের এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন।
বাসস জানায়, কবি সুফিয়া কামালের জন্মদিন উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ‘কবি বেগম সুফিয়া কামালের সৃজনশীলতা ছিল অবিস্মরণীয়। দেশ, প্রকৃতি, গণতন্ত্র, সমাজ সংস্কার, নারীমুক্তি এবং শিশুতোষ রচনাসহ বিভিন্ন বিষয়ে তাঁর লেখনী আজও পাঠককে আলোড়িত ও অনুপ্রাণিত করে।’
সুফিয়া কামাল মানবমুক্তি, গণতান্ত্রিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনেরও পুরোধা ব্যক্তিত্ব। তিনি সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে গেছেন। ১৯৫৬ সালে তিনি শিশু সংগঠন কচি-কাঁচার মেলা প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি অংশ নিয়েছেন প্রতিটি প্রগতিশীল আন্দোলন সংগ্রামে।