এপ্রিল ২০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
করোনা চট্রগ্রাম জেলার সংবাদ প্রশাসন

করোনায় পুলিশের আরও এক সদস্যের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পুলিশের উপ-পরিদর্শক (এএসআই) মর্তুজা আব্দুল কাইয়ুম (৫০)। তিনি চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সদরঘাট থানায় কর্মরত ছিলেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের আন্দর কিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এএসআই মর্তুজা আব্দুল কাইয়ুম ফেনীর পরশুরাম উপজেলার রাজষপুর গ্রামের মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য আবু তাহেরের ছেলে। মৃত্যুকালে আব্দুল কাইয়ুম দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

পুলিশ ও তার পরিবার সূত্রে জানা গেছে, তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে চট্টগ্রামের আন্দর কিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।

তার মরদেহ পরশুরামে নিজ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছমিন আক্তার জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ গ্রাম রাজষপুরে জানাজা শেষে তার মরদেহ দাফন করা হবে।

এর আগে, গতকাল সোমবার পরশুরাম উপজেলার বাসিন্দা মো মামুন নামে আরেক পুলিশ সদস্য মারা যান। তিনিও চট্টগ্রামে কর্মরত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজ গ্রাম কালিকাপুরে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official