কোন ধরনের নতুন কর বৃদ্ধি না করে কলাপাড়া পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরের জন্য ৩২ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার ২৭৪ টাকার উদ্বৃত্ত বাজেট ঘোষনা করেছেন। আজ বুধবার বেলা ১১টায় পৌর মিলনায়তনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ বাজেট ঘোষনা করেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার।
বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৪ কোটি ৩৩ লাখ ৬৭ হাজার টাকা, সরকারী বরাদ্ধ আশা করা হয়েছে ২ কোটি টাকা, উপকূলীয় শহর ও পরিবেশগত অবকাঠামো প্রকল্প খাতে আশা করা হচ্ছে ১০ কোটি টাকা, গুরুত্বপূর্ন নগর অবকাঠামো প্রকল্পে আশা করা হচ্ছে ৫কোটি টাকা, নগর উন্নয়ন কুয়েত প্রকল্পে আশা করা হচ্ছে ৭ কোটি টাকা, সর্ব মোট ব্যয় ধরা হয়েছে ২৯ কোটি ২লাখ ৫৫ হাজার টাকা।
রাজস্ব খাতে সমাপনী স্থিতি রাখা হয়েছে ৩ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৭০৪ টাকা। এছাড়া ২০১৮-১৯ অর্থ বছরের সংশোধিত বাজেট অনুমোদন করা হয়েছে ২০ কোটি ৫৫লাখ ৯৯ হাজার ৯১৩ টাকা। এসময় উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌর সভার সচিব মাসুম বিল্লাহ, সহকারী প্রকৌশলী মো: মিজানুর রহমান, হিসাব রক্ষক কার্ত্তিক চন্দ্র হাওলাদার, পৌর কাউন্সিলর বৃন্দ ও বিভিন্ন জাতীয় ও অব্জলিক পত্রিকার সাংবাদিক বৃন্দ।