চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার পলোগ্রাউন্ড এলাকা থেকে অস্ত্রসহ ছয় যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদ শহীদুল ইসলাম ওরফে জিসান (২৩), খোকন (২২), রবিউল হোসেন ওরফে মামুন (২২), লায়েক হোসেন ওরফে হৃদয় (২০), মোহাম্মদ ইব্রাহীম খলিলুল্লাহ (২৪) ও জুনায়েদ (২০)। তাদের কাছ থেকে একটি দেশীয় বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও দু’টি ছুরি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, তারা রেল ও বাস স্টেশনগামী যাত্রী ও বিভিন্ন জেলা থেকে আসা বাসের যাত্রীদের টার্গেট অস্ত্রের ভয় দেখিয়ে মালামাল ছিনতাই করে। মূলত তারা ভোর বেলায় এই ছিনতাই করে থাকে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শাহ মো. আব্দুর রউফ বলেন, ভোরে কয়েকজন যুবক ওই এলাকায় অবস্থান নিয়েছিল ছিনতাই করতে। এসময় পুলিশ গিয়ে তাদের ধাওয়া করে ছয়জনকে গ্রেফতার করে। আরও দুই-তিনজন পালিয়ে যায়। তাদের অস্ত্র আইনে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।